হোম > অর্থনীতি > করপোরেট

একসঙ্গে গ্রামীণফোন ও উবার

রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম উবার বাংলাদেশ লিমিটেডের সঙ্গে করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে গ্রামীণফোন। গ্রামীণফোনের দেশব্যাপী বিস্তৃত ফোরজি নেটওয়ার্কের মাধ্যমে উবারের রাইড সেবা সবার কাছে পৌঁছে দিতে এ চুক্তি করা হয়। 

গত ৩০ অক্টোবর রাজধানীর জিপি হাউসে এ নিয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর ও সেগমেন্ট হেড এম শাওন আজাদ এবং হেড অব গভর্নেন্স অ্যান্ড সিওপিসি সিস্টেমস কাজী হাসান মাহমুদ। 

অন্যদিকে, অনুষ্ঠানে উবারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ ও পূর্ব ভারতের রিজিওন হেড মোহাম্মদ আলী আরমানুর রহমান এবং বিজনেস অপারেশন্স এর সিনিয়র ম্যানেজার তাসনিয়া আফরিন। এছাড়াও, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব লার্জ অ্যাকাউন্টস আরিফুর রহমান, কি অ্যাকাউন্ট ম্যানেজার প্রমা প্রতীম, ব্র্যান্ড ম্যানেজার সামিউল হক আসিফ, পার্টনারশিপ ম্যানেজার নাসার আহমেদ, প্রোডাক্ট ম্যানেজার সানজানা খান শাম্মী উপস্থিত ছিলেন। 

পাশাপাশি এ সময় উবারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যাসিসট্যান্ট সুমাইয়া সালসাবিল ও বিজনেস গ্রোথ এক্সিকিউটিভ মো. ফেরদৌস রাহী। 

গ্রামীণফোন ব্যবহারকারীরা ‘খেলা হবে উবার এ’ ক্যাম্পেইনের অধীনে উবার ট্রিপ করে সর্বোচ্চ রান স্কোর করে একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স জেতার সুযোগ পাবেন। এ ক্যাম্পেইনটি গত ১৭ অক্টোবর শুরু হয়েছে, যা আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে। 

ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রতি সপ্তাহে গ্রামীণফোন শীর্ষ ১১ স্কোরধারীর মধ্যে যারা ১০০ ও ৫০ রান করবেন তাদের যথাক্রমে বিনামূল্যে ৫০ জিবি ও ৩০ জিবি ইন্টারনেট দেবে। স্কোর করতে হলে গ্রামীণফোন ব্যবহারকারীদের উবারের ট্রিপ নিতে হবে। গ্রাহকেরা মোটো ট্রিপের জন্য ৫ রান, সিএনজির জন্য ৬ রান, উবারএক্স এর জন্য ১০, প্রিমিয়ার এর জন্য ১৫ রান, এক্সএল ও ইন্টারসিটির জন্য ২০ রান এবং রেন্টাল ট্রিপের জন্য ২৫ রান পাবেন।

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন