টানা সপ্তমবারের মতো ‘স্পিড’ জিতে নিল ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’

বিজ্ঞপ্তি  

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ২৩: ০১
বাংলাদেশের ব্র্যান্ড প্র্যাকটিশনারদের বৃহত্তম প্রতিষ্ঠান বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) সম্প্রতি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক জমকালো আয়োজনের মাধ্যমে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি প্রদান করে। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড ‘স্পিড’ জিতে নিল ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪’। এই নিয়ে টানা সপ্তমবারের মতো ‘সি এস ডি অল্টারনেটিভ’ ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করল ‘স্পিড’। বাংলাদেশের ব্র্যান্ড প্র্যাকটিশনারদের বৃহত্তম প্রতিষ্ঠান বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) সম্প্রতি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক জমকালো আয়োজনের মাধ্যমে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি প্রদান করে।

অনুষ্ঠানে ‘স্পিড’-এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ-এর ডিরেক্টর (অপারেশনস) সৈয়দ জহুরুল আলম (রুমন), হেড অব মার্কেটিং মাইদুল ইসলাম, জেনারেল ম্যানেজার (সেলস) রেজাউল করিম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এস. এম মেহেদী-আল-সিরাজী (শিবলু) এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ‘স্পিড’ যাত্রার শুরু থেকেই ইউনিক টেস্টের প্রোডাক্ট এবং ভিন্নধর্মী বিপণনের মাধ্যমে ভোক্তাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই ধারাবাহিকতায়, বর্তমানে এ ক্যাটাগরিতে ৭০% এর অধিক মার্কেট শেয়ার নিয়ে ব্র্যান্ডটি শীর্ষস্থানে অবস্থান করছে।

‘স্পিড’ এর এ গৌরবজনক অর্জনে সকল ভোক্তা, বিক্রেতা, পরিবেশক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ-এর হেড অব মার্কেটিং মাইদুল ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশে বেভারেজ ক্যাটাগরিতে একমাত্র ব্র্যান্ড হিসেবে ‘স্পিড’ টানা সপ্তমবারের মতো বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করল। এ অর্জন ‘স্পিড’ ব্র্যান্ডের প্রতি আমাদের ভোক্তাদের ভালোবাসার প্রতিদান। আমরাও আমাদের ভোক্তাদের প্রতিনিয়ত বেস্ট প্রোডাক্ট এবং আরও অনন্য অভিজ্ঞতা দিতে বদ্ধ পরিকর।’

বিএইএ প্রকল্পের প্রদর্শনী চলবে ৬ জানুয়ারি পর্যন্ত

ইস্টার্ন ইউনিভার্সিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মিডিয়াকম আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

ফুলকপি চাষির পাশে সুপারশপ স্বপ্ন