রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের জাতীয় অধ্যাপক ইব্রাহীম লেকচার থিয়েটারে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নবম ব্যাচের শিক্ষার্থীদের অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইন্টার্ন চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করে নেয় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের শপথবাক্য পাঠ করান অধ্যাপক ডা. মাহমুদা হাসান।
আদ্-দ্বীন ফাউন্ডেশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আশরাফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা এস এম হারুন অর রশিদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পেডিয়েট্রিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ আর এম লুৎফুল কবীর, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. খায়রুল ইমাম, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হোসনে আরা খাতুন, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সরদার মো. রেজাউল ইসলাম প্রমুখ। এ সময় মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইন্টার্ন পিরিয়ডের নিয়ম-নীতি এবং লগ বুক সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর বলেন, ‘একাডেমিক পড়ালেখা শেষ করে ইন্টার্ন চিকিৎসক হিসেবে পেশাজীবনে প্রবেশের মাধ্যমে তোমাদের দায়িত্ব বহুগুণ বেড়ে গেছে। তোমারা তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। হাসপাতাল হলো ডাক্তারদের সেকেন্ড হোম। যারা হাসপাতালে যত বেশি সময় দেবে, তারা তত বেশি শিখবে। সিনিয়র ডাক্তার ও নার্সদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. আশরাফ-উজ-জামান বলেন, ‘তোমরা দীর্ঘ শিক্ষাজীবন শেষ করে ইন্টার্ন চিকিৎসক হিসেবে পেশাজীবনে প্রবেশ করেছ। এখনো তোমাদের স্বপ্ন পূরণ হয়নি, স্বপ্নপূরণের তীরে এসেছ মাত্র। এটি তোমাদের শেখার সময়। তাই বিন্দুমাত্র অবহেলা না করে প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। ভালোভাবে ইন্টার্ন শেষ করে আদ্-দ্বীনের মুখ উজ্জ্বল করবে।’
প্রসঙ্গত, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (নবম ব্যাচ) ৫৬ জন শিক্ষার্থী এমবিবিএস সম্পন্ন করে ইন্টার্ন চিকিৎসক হিসেবে শপথ গ্রহণ করেন।