অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক নারী দিবস এমন একটি দিবস যা নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অর্জন উদযাপন করে। এ বছর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ‘ইন্সপায়ার ইনক্লুশন’ থিমকে কেন্দ্র করে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে।
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের নির্বাহী পরিচালক শাহিদ হামিদ, উচ্চপদস্থ কর্মকর্তা এবং হোটেলটির নারী সহযোগীদের উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার কেক কাটার মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
ঢাকা রিজেন্সি তার নারী সহযোগীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কাজের পরিবেশ দিতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এ বছর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নারীদের উৎসাহ প্রদানে নারীদের সাফল্য ২০২৪ উদ্যাপনের জন্য বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সমিতির সঙ্গে যুক্ত হয়েছে।