মার্কিন ডলারের মাধ্যমে রপ্তানিমুখী গ্রাহকদের ঋণসুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সাউথইস্ট ব্যাংকের চুক্তি সই হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ‘বাংলাদেশ ব্যাংক-লংটার্ম ফাইনান্সিং ফ্যাসিলিটি (বিবি-এলটিএফ) ’-এর আওতায় সম্প্রতি এই চুক্তি সই হয়।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের (এফএসএসএসপিডি) সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি সই করেছে সাউথইস্ট ব্যাংক। এই চুক্তির ফলে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের রপ্তানিকারক ও উৎপাদনমুখী খাতের গ্রাহকেরা ব্যবসায় সহায়তার জন্য এই তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা পাবেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের উপস্থিতিতে এফএসএসএসপিডির পরিচালক লিজা ফাহমিদা ও সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। ওই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।