বিজ্ঞপ্তি
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উন্নত কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনে আর্থিক সহায়তা করেছে ব্র্যাক ব্যাংক। এতে ল্যাবে মাইক্রোস্কোপিক বিশ্লেষণের সুযোগ তৈরি হবে এবং উদ্ভিদ ও ফসলের জিনোমিক ডেটা বিশ্লেষণের গতি বাড়িয়ে তুলবে বলে মনে করছেন শিক্ষার্থী-গবেষকেরা।
ব্যাংকের বিশেষ কৃষি-কেন্দ্রিক সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় গবেষণাগারে ‘সেল অ্যান্ড টিস্যু কালচার ইউনিট’ নামে একটি নতুন গবেষণা ইউনিট স্থাপন করা হবে।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন এবং হাবিপ্রবির রেজিস্ট্রার মো. সাইফুর রহমান গত ৬ জুলাই ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে চুক্তি সই করেন।
ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশনস ইকরাম কবীর, হেড অব এমএফআই অ্যান্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স তাপস কুমার রায়, হাবিপ্রবির মলিকিউলার বায়োলজি ইউনিটের ইনচার্জ ইয়াছিন প্রধান, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত বিভাগের পরিচালক অধ্যাপক এ টি এম শফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি সইয়ের সময় উপস্থিত ছিলেন।
একটি মূল্যবোধ-ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক উৎপাদনশীল অর্থনীতিতে, বিশেষ করে কৃষি খাতে উল্লেখযোগ্য অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। নিজেদের সিএসআর তহবিল সুবিবেচিতভাবে বণ্টনের মাধ্যমে ব্র্যাক ব্যাংক সাসটেইনেবিলিটি নীতিগুলোকে সমুন্নত রেখে মানুষের কল্যাণের ওপর একটি দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব নিশ্চিত করে চলেছে।