Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

কো-ব্র্যান্ড প্রিপেইড কার্ড চালু করল ইবিএল ও নিটোল মটরস

কো-ব্র্যান্ড প্রিপেইড কার্ড চালু করল ইবিএল ও নিটোল মটরস

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও নিটোল মটরস কো-ব্র্যান্ড প্রিপেইড কার্ড উদ্বোধন করেছে। আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই কার্ডের উদ্বোধন করা হয়। 

নিটোল-নিলয় গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নিটোল মটরসের জন্য ভিসার সহযোগিতায় ইবিএল ভিসা নিটোল-নিলয় কো-ব্র্যান্ড প্রিপেইড কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে। ভিসার বিশ্বব্যাপী বিস্তৃত পার্টনার আউটলেটগুলোতে এই কার্ড ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। 

নিটল মটরস লিমিটেডের বিভিন্ন স্টেকহোল্ডার এই কার্ড নিতে পারবেন। ইস্টার্ন ব্যাংকের নিরবচ্ছিন্ন লেনদেন ও পেমেন্ট অবকাঠামো সুবিধা থাকার ফলে এই কার্ডটি একটি সামগ্রিক আর্থিক টুল হিসেবে ব্যবহার করা যাবে। এ ছাড়া ইবিএলের অসংখ্য অফলাইন ও অনলাইন পার্টনারের মাধ্যমে নিয়মিত ডিসকাউন্ট ও অফারের সুবিধা নিতে পারবেন কার্ডধারীরা। 

অনুষ্ঠানে বক্তব্যে নিটোল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতলুব আহমদ বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইবিএলের সঙ্গে প্রবর্তিত কো-ব্র্যান্ড কার্ডটি আমাদের গ্রাহক সেবায় নতুন অধ্যায় যুক্ত করবে।’ 

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, ‘নিটোল মটরসের সঙ্গে এই পার্টনারশিপ আমাদের জন্য অনেক সুখের বিষয়।’ 

কো-ব্র্যান্ড কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিটোল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুল মারিব আহমদ, নিটোল মটরস লিমিটেডের নির্বাহী পরিচালক এস এ এইচ ইসমাইল, টাটা মটরস লিমিটেডের হেড অব সেলস (সি ভি আই বি) আসিফ শামীম; ইবিএল ডিএমডি এবং রিটেইল ও এস এম ই ব্যাংকিং বিভাগ প্রধান এম. খোরশেদ আনোয়ার, ডিজিটাল আর্থিক সেবা প্রধান আহসান উল্লাহ চৌধুরী, কমিনিউকেশন্স ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম, কার্ড প্রধান তাসনীম হোসেইন প্রমুখ। 

টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে অগ্রণী ভূমিকা সিটি ব্যাংকের, প্রথম ইএসজি প্রতিবেদন প্রকাশ

বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বিবৃতি

হোলসেল ক্লাবের পণ্য পাওয়া যাবে ফুডি শপে

ইউনাইটেড হাসপাতালের দিনব্যাপী স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি

যমুনা সেতুর ডেক সংস্কারে ১৪ কোটি টাকার চুক্তি, যানজট কমবে

‘এনআরবি প্রতিদিন’ ও ‘অটো ফিক্সড লোন’ চালু করল এনআরবি

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটিজেন্স ব্যাংকের অংশীদারত্বমূলক চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন

সর্বাধুনিক সেবা নিয়ে এল রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘রূপালীক্যাশ’

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ফুলব্রাইট স্পেশালিস্ট প্রোগ্রামের অধীনে প্রশিক্ষণ অনুষ্ঠিত