মার্কেন্টাইল ব্যাংক পিএলসি নরসিংদীর রায়পুরায় বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি অনুদান দিয়েছে। এ উপলক্ষে ব্যাংকের রায়পুরা উপশাখায় আজ শনিবার যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ারুল হকের পক্ষে ব্যাংকের প্রতিনিধিরা রায়পুরা উপজেলার কৃষকদের মধ্যে ৭টি পাওয়ার টিলার হস্তান্তর করেন।
এ সময় মার্কেন্টাইল ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খান, মার্কেন্টাইল ব্যাংক ভেলানগর শাখা প্রধান ও এভিপি মো. মাহবুবুর রহমান, ব্যাংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা ও এফএভিপি মুহাম্মদ আব্দুল হামীদ সোহাগ ও রায়পুরা উপশাখা ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও কৃষকেরা উপস্থিত ছিলেন।