Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

ঘরে বসেই কোরবানির পশু কেনা যাবে নগদে

অনলাইন ডেস্ক

ঘরে বসেই কোরবানির পশু কেনা যাবে নগদে

কোরবানির পশু কেনার ঝক্কি কমাতে দেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক সেবা নগদ নিয়ে এসেছে অভিনব এক ক্যাম্পেইন। কোরবানির পশু কিনতে কয়েকটি ধাপ অনুসরণ করে নগদ গ্রাহকেরা নিজের বাড়িতে থেকে পছন্দমতো পশু কিনতে পারবেন। 

নগদের এই ক্যাম্পেইনে গ্রাহকদের হাটে যাওয়ার বদলে গরুর হাটই চলে যাবে তাঁদের বাড়িতে। নগদে টাইম স্লট বুকিং দিলে নির্ধারিত সময়ে গরুর হাট নিয়ে নগদ পৌঁছে যাবে গ্রাহকের বাড়িতে। এর জন্য নগদ গ্রাহকদের একটি ফরম পূরণ করতে হবে এবং নগদ নম্বর ও নাম-ঠিকানা দিয়ে এবং পছন্দ অনুযায়ী দিন-তারিখ নির্ধারণ করে ‘হাট আসবে বাড়িতে’-এর জন্য বুকিং দিতে পারবেন। 

এই ক্যাম্পেইনের বিষয়ে নগদের উপব্যবস্থাপনা পরিচালক সিহাব উদ্দীন চৌধুরী বলেন, ‘মানুষের জীবন আরও কীভাবে সহজ করা যায়, তা নিয়ে শুরু থেকেই কাজ করছে নগদ। সামনের দিনে ডিজিটাল ব্যাংক হবে আরেকটি মাধ্যম। এবারের কোরবানি ঈদে কোরবানির পশু কেনার জন্য গ্রাহকের দ্বারে হাট নিয়ে যাওয়া আইডিয়াটিও মানুষের জীবন সহজ করার একটি প্রক্রিয়ার অংশ।’ 

এই ক্যাম্পেইনে একজন নগদ গ্রাহক একাধিকবার ‘হাট আসবে বাড়িতে’-এর জন্য বুকিং দিতে পারবেন। প্রতিবারে ভিন্ন ভিন্ন দিন-তারিখ নির্ধারণ করেও বুকিং দিতে পারবেন নগদ গ্রাহকেরা। ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন যেকোনো সময় নগদের ফরম-এর নিচের বাটনে ক্লিক করে বুকিং দেওয়া যাবে। 

ফরম পূরণ করে বুকিং দেওয়ার মাধ্যমে গ্রাহক বিজয়ী হওয়া সাপেক্ষে ‘হাট আসবে বাড়িতে’-এর জন্য সম্মতি দেবেন। এরপর ট্রাকে থাকা কোরবানির পশুর ব্যাপারে সব তথ্য ও নির্ধারিত মূল্য ট্রাকে থাকা নগদের ভলান্টিয়ারের কাছে পাওয়া যাবে। 

বিজয়ী গ্রাহক তাঁর বাসায় আনা অপশনগুলোর মধ্যে দাম ও পছন্দ অনুযায়ী কোরবানির পশু নগদ পেমেন্টের মাধ্যমে কিনতে পারবেন। এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারী সকল উপযুক্ত গ্রাহকদের মধ্য থেকে দ্বৈবচয়ন ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে।

বিউটিফুল বাংলাদেশ রানে যুক্ত হলো ইউএস-বাংলা এয়ারলাইনস

যমুনা ফিউচার পার্কে মেগা ক্যাম্পেইন ‘কোটি টাকার ঈদ উপহার ২০২৫’

আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ করতে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির অভিনব প্রচারণা

৪ বছর পর চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার, বিমানে ফিরলেন ক্যাপ্টেন মাহবুব

ঈদ উপলক্ষে এমিরেটসে যুক্ত হচ্ছে ১৭টি ফ্লাইট

উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করল বিমান

রাজধানীতে ফুডির আয়োজনে ইফতার ও সাহরী ফেস্ট

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘নেক্সট ৫০: কালেক্টিভ ফিউচারস’ বইয়ের মোড়ক উন্মোচন

সিএসআর উদ্যোগে অনবদ্য ভূমিকায় রেকিট বেনকিজারের ‘লাইজল’

যমুনা রেলসেতুতে বার্জার ও সিএমপির উন্নত কোটিং প্রযুক্তির ব্যবহার