হোম > অর্থনীতি > করপোরেট

ব্র্যাক ব্যাংকের করপোরেট ব্যাংকিং ডিভিশনের নতুন নামকরণ

বিজ্ঞপ্তি

কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবে করপোরেট ব্যাংকিং ডিভিশনকে নতুন নামকরণ করেছে ব্র্যাক ব্যাংক। এখন থেকে ব্যাংকটির করপোরেট ব্যাংকিং ডিভিশনের নতুন পরিচয়–করপোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং। 

গত ১৬ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে করপোরেট ডিভিশনের অর্ধবার্ষিকী ব্যবসায়িক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং, তারেক রেফাত উল্লাহ খানের নেতৃত্বে এই বছরের প্রথমার্ধে ডিভিশনটি উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে। একের পর এক রেকর্ড সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় অসাধারণ নৈপুণ্য ও নতুনত্ব দেখিয়েছে। যার ফলশ্রুতিতে ডিভিশনটির এই কৌশলগত রিব্র্যান্ডিং, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

কৌশলগত এই পরিবর্তনের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংকের করপোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ডিভিশন শুধুমাত্র করপোরেট হাউসগুলোতেই নয়, বরং এখন থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও করপোরেট ব্যাংকিং সেবা দেবে। এ ক্ষেত্রে এই ডিভিশন এই প্রতিষ্ঠানগুলোর ব্যাংকার হিসেবে নয়, বরং ব্যাংকিং অংশীদার হিসেবে কাজ করবে। 

গত ছয় মাসে ডিভিশনটির ক্রমোন্নত সেবার উৎকর্ষতা ও মান নিয়ে প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত থাকা ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন। তাঁরা ডিভিশনের হয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনকারী কর্মকর্তাদের পুরস্কার ও সম্মাননা প্রদান করেন।

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

টেবিল টেনিসের ২ খেলোয়াড়ের পাশে নাভানা ফার্মা

গ্যাসের রান্নায় দুর্ঘটনারোধে ‘১৭ সেফটি স্ট্যান্ডার্ড’ প্রণয়ন করতে যাচ্ছে বিএসটিআই

ফুডি অ্যাপে মিলবে ডোমিনোজ পিৎজা

ক্লেমনের পরিবারে সংযোজিত হলো ‘ক্লেমন জিরো’

সেকশন