Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

মাস্টারকার্ড থেকে নগদে অ্যাড মানি করলে লাখপতি হওয়ার সুযোগ

বিজ্ঞপ্তি

মাস্টারকার্ড থেকে নগদে অ্যাড মানি করলে লাখপতি হওয়ার সুযোগ

বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ব্যাংক অথবা কোনো আর্থিক প্রতিষ্ঠানের ইস্যু করা ডেবিট, ক্রেডিট বা প্রি-পেইড মাস্টারকার্ড থেকে নগদ অ্যাকাউন্টে অ্যাড মানি করলে কোনো গ্রাহক হতে পারেন লাখপতি। পাশাপাশি নির্দিষ্ট পরিমাণের টাকা অ্যাড মানিতেও থাকছে বিভিন্ন পরিমাণ ক্যাশ-বোনাস।

১ এপ্রিল থেকে শুরু হওয়া নগদ লিমিটেডের ওই ক্যাম্পেইন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে সাতটি ক্যাটাগরিতে নির্ধারিত পরিমাণ টাকা অ্যাড করলে প্রতি ক্যাটাগরির লেনদেনের জন্য একবার করে ক্যাশ-বোনাস (অনুমোদিত পরিমাণ অনুযায়ী) এবং সর্বমোট ১ হাজার টাকা পর্যন্ত ক্যাশ-বোনাস উপভোগ করা যাবে। একজন গ্রাহক তিন কর্মদিবসের মধ্যে ক্যাশ-বোনাস পেয়ে যাবেন।

সাতটি নির্ধারিত পরিমাণ ক্যাটাগরি থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাড মানি করে একজন গ্রাহক ক্যাশ-বোনাস উপভোগ করতে পারেন। পাশাপাশি ক্যাম্পেইন চলাকালে স্বল্পতম সময়ে সর্বোচ্চ পরিমাণ টাকা অ্যাড মানি করে শীর্ষ তিনজন মনোনীত গ্রাহক পেতে পারেন তিনটি মেগা উপহার। যার প্রথম উপহার ১ লাখ টাকা, দ্বিতীয় উপহার ৭৫ হাজার টাকা ও তৃতীয় উপহার ৫০ হাজার টাকা।

এ ছাড়া সাতটি ক্যাটাগরির মধ্যে মাস্টারকার্ড গ্রাহকেরা নগদ অ্যাপের মাধ্যমে ৩ হাজার ২৫ টাকা অ্যাড মানি করলে পাবেন ২৫ টাকা ক্যাশ-বোনাস, ৫ হাজার ৩৫ টাকা অ্যাড মানি করলে ৩৫ টাকা ক্যাশ-বোনাস, ১০ হাজার ৭৫ টাকা অ্যাড মানি করলে ৭৫ টাকা ক্যাশ-বোনাস, ১৫ হাজার ১১৫ টাকা অ্যাড মানিতে ১১৫ টাকা ক্যাশ-বোনাস, ২০ হাজার ১৫৫ টাকা অ্যাড মানিতে ১৫৫ টাকা ক্যাশ-বোনাস, ৩০ হাজার ২৪৫ টাকা অ্যাড মানিতে ২৪৫ টাকা ক্যাশ-বোনাস, ৪০ হাজার ৩৫০ টাকা অ্যাড মানিতে ৩৫০ টাকা ক্যাশ-বোনাস উপভোগ করতে পারবেন নগদ গ্রাহকেরা।

নগদের মেগা ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য একজন গ্রাহকের নগদ অ্যাকাউন্ট ফুল প্রোফাইলে থাকতে হবে এবং লাখপতি মেগা অফার জেতার জন্য ওপরে উল্লেখ করা যেকোনো পরিমাণ টাকা অ্যাড মানি করে স্বল্পতম সময়ে সর্বোচ্চ টাকা অ্যাড মানি করতে হবে।

দারুণ এই ক্যাম্পেইনের বিষয়ে নগদ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার মো. সিহাব উদ্দীন চৌধুরী বলেন, ‘আমরা এমন দারুণ একটি অফার দিতে পেরে আনন্দিত।’

মেগা ক্যাম্পেইন বিষয়ে বিস্তারিত জানতে নগদের ভেরিফায়েড ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট নজর রাখতে পারেন গ্রাহকেরা।

আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ করতে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির অভিনব প্রচারণা

৪ বছর পর চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার, বিমানে ফিরলেন ক্যাপ্টেন মাহবুব

ঈদ উপলক্ষে এমিরেটসে যুক্ত হচ্ছে ১৭টি ফ্লাইট

উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করল বিমান

রাজধানীতে ফুডির আয়োজনে ইফতার ও সাহরী ফেস্ট

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘নেক্সট ৫০: কালেক্টিভ ফিউচারস’ বইয়ের মোড়ক উন্মোচন

সিএসআর উদ্যোগে অনবদ্য ভূমিকায় রেকিট বেনকিজারের ‘লাইজল’

যমুনা রেলসেতুতে বার্জার ও সিএমপির উন্নত কোটিং প্রযুক্তির ব্যবহার

নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে ব্র্যাক ব্যাংকের আয়োজনে শুরু হয়েছে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৫’

প্রাইম ব্যাংক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর