বিজ্ঞপ্তি
দেশের অন্যতম স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান ল্যাবএইড স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
ল্যাবএইডের একটি প্রতিনিধি দল কুমিল্লা ক্যান্টনমেন্টের ৩৫ ব্যাটালিয়নের কর্মকর্তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিয়েছেন। প্রথম ধাপের এই ত্রাণ সহায়তায় ছিল খাবার সামগ্রী, শিশু খাদ্য, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং পোশাক।
ল্যাবএইডের একটি চিকিৎসক দল প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীসহ বন্যার্তদের স্বাস্থ্যসেবা দিতে যাচ্ছেন। অসহায় ক্ষতিগ্রস্তদের জন্য বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়তার পরিকল্পনাও গ্রহণ করেছে ল্যাবএইড।