হোম > অর্থনীতি > করপোরেট

কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণের হার ৩.৬৮ শতাংশ

বিজ্ঞপ্তি

কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণের হার ৩.৬৮ শতাংশ। ছবি: সংগৃহীত

জাতীয় পর্যায়ে কর্মসংস্থান ব্যাংকের সফলতা দৃশ্যমান না হলেও প্রাতিষ্ঠানিক পর্যায়ে উল্লেখযোগ্য রয়েছে। ব্যাংকের খেলাপি ঋণের হার ৩ দশমিক ৬৮ শতাংশ এবং কোনো প্রভিশন ঘাটতি নেই। পূর্ববর্তী বছর থেকে ঋণ বিতরণ, ঋণ আদায় এবং মুনাফা অর্জন বৃদ্ধি পেয়েছে। এমন সফলতার জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপকদের অভিনন্দন জানিয়েছেন ব্যবস্থাপক সম্মেলনে বক্তারা। এ সময়ে বক্তারা নতুন ঋণ বিতরণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসংস্থান ব্যাংকের ‘ব্যবস্থাপক সম্মেলন-২০২৫’ গত রোববার বিদ্যুৎ ভবনের মুক্তি হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামান। আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে সালেহউদ্দিন আহমেদ বলেন, কর্মসংস্থান ব্যাংকের প্রোডাক্টগুলোতে বৈচিত্র্য রয়েছে। তবে শুধু ঋণ বিতরণ করলেই হবে না, গ্রাহকদের কার্যকর তদারকিও করতে হবে। অর্থ দিয়ে ঋণ সহায়তার পাশাপাশি তাঁদের বিপদে–আপদে বন্ধুর পরিচয় দিতে হবে।

কর্মসংস্থান ব্যাংককে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের সম্পদের অভাব রয়েছে, কিন্তু চাহিদা বেশি। আমাদের দিক থেকে ব্যাংকটিকে সহযোগিতা করব। এ ছাড়া দাতা সংস্থা হতে বেশ সাড়া পাচ্ছি।’

এ সময় প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের পরামর্শ এবং কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের দিক নির্দেশনায় নারীদের আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য নতুন ঋণ কর্মসূচি ‘সঞ্চিতা’-এর উদ্বোধন ঘোষণা ও উদ্যোক্তাদের কাছে ঋণের চেক বিতরণ করেন।

সম্মেলনে কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের সকল পরিচালক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানাসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও মাঠপর্যায়ের সব বিভাগীয় প্রধান, আঞ্চলিক ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের এআইইউবি পরিদর্শন

ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের পার্টনারস সামিট অনুষ্ঠিত

বিনোদনের ধারণা পাল্টে দিচ্ছে নিও কিউএলইডি টেলিভিশন

ব্র্যাক ব্যাংকের বিশেষ সুবিধা উপভোগ করবে ইন্টারক্লাউড

সাভারের হেমায়েতপুরে ইবিএল উপশাখা উদ্বোধন

অ্যাডেফি লিমিটেডের পাশে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল

আলোক হেলথ কেয়ারের পক্ষ থেকে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

সেকশন