সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে যোগ দিয়েছেন নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন। গত ৫ এপ্রিল তিনি এই পদে যোগ দিয়েছেন। এই পদে যোগদানের আগে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত এই ব্যাংকের প্রিন্সিপাল শাখার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) হিসেবে সাউথইস্ট ব্যাংকে যোগদান করেন তিনি।
ছাদেক হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এ ছাড়া তিনি ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন এবং ব্যাংকিং প্রফেশনাল ডিগ্রি (ডিএআইবিবি) অর্জন করেন। তিনি ১৯৯১ সালে প্রবেশনারি অফিসার হিসাবে ইসলামী ব্যাংকে যোগ দেন। কর্মজীবনে প্রাইম ব্যাংকেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।