বিজ্ঞপ্তি
সংরক্ষিত তথ্য-উপাত্ত যাচাই ও সেবা গ্রহণের লক্ষ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি ও বাংলাদেশ নির্বাচন কমিশনের মধ্যে চুক্তি সই হয়েছে। গত বুধবার এই চুক্তি সই হয়।
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি বাস্তবায়নাধীন মাইক্রোফাইন্যান্স ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (এমএফ-সিআইবি) আওতায় এই দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে।
অথোরিটি পক্ষে নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হক ও বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষে পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলাম চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে অথোরিটি এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান (গ্রেড-১) মো. ফসিউল্লাহ্, নির্বাচন কমিশনের নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (গ্রেড-১) এ কে এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এ ছাড়া অথোরিটি ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির ফলে সনদ পাওয়া সব ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান অথোরিটি মাধ্যমে সব গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের তথ্য ও উপাত্ত যাচাই করতে পারবেন। এর মাধ্যমে ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিতকরণের পাশাপাশি গ্রাহকের পরিচয়ের সত্যতা যাচাইয়ের মাধ্যমে দ্বৈত পরিহার করা যাবে এবং নির্ভুল ও সঠিক এমএফ-সিআইবি তৈরি হবে।