বিজ্ঞপ্তি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪০ শিক্ষার্থীর হাতে অভিভাবক মৃত্যুবীমার ১ কোটি ২০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আমিনুল ইসলাম মিলনায়তনে প্রতি শিক্ষার্থীকে ৩ লাখ টাকা করে দেওয়া হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান পরামর্শক (পরিচালনা পর্ষদ) রহিম উদ-দৌলা চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হামিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর এস এম মাহবুব উল হক মজুমদার (ভারপ্রাপ্ত উপাচার্য)। বিশেষ অতিথি ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (অর্থ ও হিসাব) মমিনুল হক মজুমদার।
২০১৫ সাল থেকে প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সব শিক্ষার্থী ও অভিভাবকদের জীবন বীমা সেবার অধীনে আনা হয়। এরই ফলশ্রুতিতে ৪০ শিক্ষার্থীর হাতে অভিভাবক মৃত্যুবীমার চেক তুলে দেওয়া হয়।