Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

দারাজ ১১.১১: প্রথম ২৪ ঘণ্টায় কেনাকাটার উচ্ছ্বাস

দারাজ ১১.১১: প্রথম ২৪ ঘণ্টায় কেনাকাটার উচ্ছ্বাস
ছবি: সংগৃহীত

প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে বছরের সবচেয়ে বড় সেল ইভেন্ট দারাজ ১১.১১। প্রথম দিনেই ক্রেতাদের ভিড় জমে উঠেছে দারাজে। সারা দেশের মানুষ মেতে উঠেছে উৎসবের আমেজে, যেখানে পছন্দের পণ্যে মেলে দারুণ সব অফার, আর কেনাকাটার অভিজ্ঞতা ভাগাভাগি করে চলেছে সবাই।

কোন পণ্যে বেশি ঝোঁক?

প্রথম দিনের কেনাকাটায় স্বাস্থ্য ও সৌন্দর্য, গ্রোসারি এবং ইলেকট্রনিকস পণ্য ক্রেতাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। দ্রুততম ডেলিভারির চমকও ছিল সেখানে। যেমন, এক ক্রেতা রাতে ডেটল হ্যান্ডওয়াশ অর্ডার দিয়ে সকালে ঘুম থেকে উঠেই হাতে পান, যা দারাজের দ্রুত সেবার উদাহরণ।

প্রিয় ব্র্যান্ডের প্রতি ভরসা

হায়ার, টেকনো আর লোটোর মতো ব্র্যান্ডে ক্রেতাদের আস্থা যেন আরও বেড়েছে। প্রথম দিন থেকেই এই ব্র্যান্ডগুলোতে অর্ডারের চাপ ছিল তুঙ্গে। বিশ্বস্ত ব্র্যান্ডগুলো দারাজে সহজেই পাওয়া যাচ্ছে বলে ক্রেতারা নিজেদের কেনাকাটায় স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

অপ্রত্যাশিত বেস্টসেলার

প্রতি বছরের মতোই ১১.১১-তে ক্রেতাদের কেনাকাটার তালিকায় ছিল কিছু মজার চমক। শীতের আগমনের সময়ে অপ্রত্যাশিতভাবে ১.৫ টন এয়ার কন্ডিশনারের চাহিদা বেড়েছে। পাশাপাশি ডিম সংরক্ষণের র‍্যাক এবং ডেকোরেটিভ এলইডি লাইটের মতো অভিনব পণ্যও উঠে এসেছে বেস্টসেলার তালিকায়, যা এই সেলে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে।

ফ্রি ডেলিভারির আনন্দ

১১.১১-এর প্রথম দিনেই প্রায় ৮৫ শতাংশ ক্রেতা উপভোগ করেছেন ফ্রি ডেলিভারি সুবিধা। এই সুবিধা পেয়ে ক্রেতারা খুশি হয়েছেন এবং কেনাকাটার খরচ কিছুটা কমে যাওয়ায় আরও পণ্য কিনতে উৎসাহ পেয়েছেন।

বিক্রেতাদের জন্য সুবর্ণ সুযোগ

দারাজের এই মেগা সেল শুধু ক্রেতাদের জন্যই নয়, বিক্রেতাদের জন্যও এনে দিয়েছে ব্যবসার প্রবৃদ্ধির সুযোগ। প্রথম দিনেই দারাজের বিক্রেতারা অন্যান্য সময়ের তুলনায় ৫ গুণ বেশি অর্ডার পেয়েছেন, যা স্থানীয় ব্যবসার প্রসারে দারাজের অবদানকে আরও সুদৃঢ় করেছে।

দারাজ ১১.১১ শপিং ফেস্টিভ্যাল ইতিমধ্যেই ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য রেকর্ড গড়েছে। এই উৎসব চলবে ২১ নভেম্বর পর্যন্ত, তাই সিজনের সেরা ডিল মিস না করার জন্য এখনই খুঁজুন দারাজে।

পাইলট হওয়ার স্বপ্ন পূরণে পাশে ইউএস-বাংলা

এএমএফ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইমরান কাদির

নগদে প্লে প্রোটেক্ট সতর্কবার্তা নিয়ে উদ্বেগের কিছু নেই

‘নাগরিক সেবা বাংলাদেশ’ বাস্তবায়নে ৬৪ জেলার উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা

২০২৭ পর্যন্ত আইওএসএ সনদ পেল এয়ার এ্যাস্ট্রা

নগদে ক্যাডেট কলেজের ভর্তি আবেদন ফি চার্জ ফ্রি

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে প্রশাসক টিমের মতবিনিময়

দেশের আর্থসামাজিক উন্নয়নে পরমাণু প্রযুক্তির ব্যবহার: কৌশল ও সম্ভাবনা নিয়ে পরমাণু কমিশনে সভা

পূবালী ব্যাংক ও VISA ওয়ার্ল্ডওয়াইড প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

বিকাশ ও নগদ ছাড়াই দেশে আন্তএমএফএস লেনদেন চালু