হোম > অর্থনীতি > করপোরেট

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আজকের পত্রিকা ডেস্ক­

‘ভ্যাট ফাঁকিতে আইপিডিসি ফাইন্যান্স’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটি বলছে, প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন, তথ্যগত ভুল রয়েছে। এনবিআরের নিয়মিত নিরীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ২০১৮-২০২২ করবর্ষের জন্য আইপিডিসির ভ্যাট কর্তন ও পরিশোধের নিরীক্ষা-অডিট সম্পন্ন করে। নিরীক্ষা পর্যবেক্ষণের ভিত্তিতে ২০২৩ সালের ১৮ ডিসেম্বর মোট ২৯ লাখ ২৪ হাজার ৮০১ টাকা দাবি করা হয়।

নিরীক্ষা দাবিটি কিছু ফি আয়, খরচের ওপর ভ্যাটের ভুল হিসাব এবং কিছু খরচকে অব্যাহতি হিসেবে বিবেচনায় উত্থাপিত হয়েছে, কিন্তু নিরীক্ষা দল তা অগ্রাহ্য করেছে। যেহেতু ভুল হিসাব এবং অব্যাহতিপ্রাপ্ত খাত বিবেচনায় অমিলের কারণে পরিমাণটি কম পরিশোধিত হয়েছিল, তাই আইপিডিসি কোনো শুনানিতে উপস্থিত না হয়ে, ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারিতে এ চালানে ভ্যাট পরিশোধ করেছে, যা গত ১৪ মার্চ গ্রহণ করেছে বলে স্বীকার করেছে।

প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই। নিরীক্ষা প্রতিবেদনের ১৮ পৃষ্ঠায় সুদসহ আইপিডিসির ফাঁকি প্রদত্ত মূল্য সংযোজন কর ২৪ লাখ ৮৩ হাজার ১৭ টাকা বলা হয়। এরপর আইপিডিসিকে শুনানির জন্য নোটিশ দেওয়া হয়, ৯ নভেম্বর শুনানিতে প্রতিষ্ঠানের পক্ষে মফিজুল ইসলাম এবং অরূপ রতন সাহা উপস্থিত হয়ে লিখিত বক্তব্য দেন। আইপিডিসি এই অর্থ পরিশোধ করেছে, প্রতিবেদনেও এই তথ্য রয়েছে।

টেবিল টেনিসের ২ খেলোয়াড়ের পাশে নাভানা ফার্মা

গ্যাসের রান্নায় দুর্ঘটনারোধে ‘১৭ সেফটি স্ট্যান্ডার্ড’ প্রণয়ন করতে যাচ্ছে বিএসটিআই

ফুডি অ্যাপে মিলবে ডোমিনোজ পিৎজা

ক্লেমনের পরিবারে সংযোজিত হলো ‘ক্লেমন জিরো’

মার্সেল ডিস্ট্রিবিউটর সামিটে নতুন মডেলের প্রযুক্তিপণ্য বাজারে ছাড়ার ঘোষণা

প্লাস্টিক পুনর্ব্যবহার প্রকল্পে পুরস্কার জিতল ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দল

আবার সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন

ইউআইইউতে ২য় আন্তবিশ্ববিদ্যালয় আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ সিম্পোজিয়াম অনুষ্ঠিত

জাকির হোসেনের নেতৃত্বে সোনালী ব্যাংক সিবিএর কেন্দ্রীয় কমিটি গঠন

ক্রেতাদের মধ্যে রয়্যাল এনফিল্ড সরবরাহ শুরু করল ইফাদ মোটরস

সেকশন