Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

১৬ জুলাই থেকে ঢাকা-ব্যাংকক রুটে দিনে ২টি ফ্লাইট চালাবে থাই এয়ার

বিশেষ প্রতিনিধি, ঢাকা

১৬ জুলাই থেকে ঢাকা-ব্যাংকক রুটে দিনে ২টি ফ্লাইট চালাবে থাই এয়ার

ঢাকা-ব্যাংকক আকাশপথে (রুটে) প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে থাইল্যান্ডের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা থাই এয়ারওয়েজ। আগামী ১৬ জুলাই থেকে প্রতিদিন দিনে ও রাতে দুটি ফ্লাইট চালাবে সংস্থাটি। প্রতি সপ্তাহে ১৪টি ফ্লাইট ব্যাংককে যাতায়াত করবে। 

আজ সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানায় বাংলাদেশে থাই এয়ারের জেনারেল সেলস এজেন্ট হচ্ছে এয়ার গ্যালাক্সি। 

অনুষ্ঠানে জানানো হয়, হ্যাপি জুলাই নামে বিশেষ ছাড় দিচ্ছে থাই এয়ারওয়েজ। এতে দুজন একসঙ্গে ভ্রমণ করলে ৩০ কেজি লাগেজ বিনা মূল্যে বহনের সুবিধা পাবেন। তবে এশিয়া, নর্থ এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়া রুটগুলোতে ভ্রমণ করলে এই সুবিধা পাওয়া যাবে। প্রতিদিন ব্যাংকক থেকে ঢাকায় ফ্লাইট পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে এবং ঢাকা থেকে ব্যাংককে রওনা হবে দুপুর ১টা ৩০ মিনিটে। দিনের ডাবল ফ্লাইটগুলো বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার বা বোয়িং-৭৭২ উড়োজাহাজ দিয়ে। এসব উড়োজাহাজে থাকবে ৩০টি বিজনেস ও ২৬২টি ইকোনোমি শ্রেণির আসন।

অনুষ্ঠানে আরও বলা হয়, আবার ব্যাংকক থেকে ফ্লাইট রাত ১টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। একই রাতে ঢাকা টু ব্যাংককের ফ্লাইটের টিকিটও মিলবে, যা ব্যাংককে পৌঁছাবে রাত ২টা ৪৫ মিনিটে। রাতের ফ্লাইটগুলো এয়ারবাস-এ ৩২০-২০০ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হবে, যাতে থাকবে ১৬৮টি ইকোনমি ক্লাসের সিট। 

অনুষ্ঠানে এয়ার গ্যালাক্সির সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউসুফ ওয়ালিদ জানান, ঢাকা টু ব্যাংকক রুটে আগে প্রতিদিন ফ্লাইট থাকলেও ডাবল ফ্লাইট ছিল না। এখন থেকে সেই সুবিধা পেতে যাচ্ছেন যাত্রীরা। 

ইউসুফ ওয়ালিদ বলেন, ‘থাই এয়ারওয়েজে হালাল খাবারের ব্যবস্থা আছে। এ ছাড়া যেকোনো যাত্রী আগে থেকে কী কী খাবার খেতে চান, সেটিও আগে থেকে সিলেক্ট করার ব্যবস্থা আছে।’ 

অনুষ্ঠানে থাই এয়ারওয়েজের সেলস বিভাগের, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জা এন জি ইন্টার ইউনিভার্সিটি ভিআর ক্রিকেট চ্যালেঞ্জের ফাইনাল অনুষ্ঠিত

হামদর্দের চিফ মোতোয়ালি ড. হাকিম মো. ইউছুফ হারুনের জন্মদিন উদ্‌যাপিত

বিনা মূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছে এয়ার অ্যাস্ট্রা

তৃতীয় বছরে পা দিল ‘কই তে’ বাংলাদেশ

সার্কুলার ইকোনমি নিয়ে ব্র্যাক ব্যাংক, ইআইবি ও ফ্রাঙ্কফুর্ট স্কুলের বিশেষ প্রশিক্ষণের আয়োজন

‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তার’ সাফল্য উদ্‌যাপন করল জিপি অ্যাক্সিলারেটর

বাটার ‘স্টারলাইট’ কালেকশনের সঙ্গে ঈদ উদ্‌যাপন হোক আরও জমজমাট

মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন-২০২৫ বিজয়ীদের নাম ঘোষণা

ভ্যাসলিন গ্লুটা হায়া লঞ্চ ইভেন্ট

১১তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত