হোম > অর্থনীতি > করপোরেট

ঢাকা সবুজায়ন করতে রাজউক ও শক্তি ফাউন্ডেশনের চুক্তি

বিজ্ঞপ্তি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং শক্তি ফাউন্ডেশন মধ্যে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যা রাজউকের আওতাধীন এলাকাগুলো গ্রিন সিটিতে রূপান্তর ও পরিবেশ দূষণ রোধে কাজ করবে।

গতকাল মঙ্গলবার রাজউক ভবনে এ কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার ও শক্তি ফাউন্ডেশনের পক্ষে শক্তি ফাউন্ডেশন সিনিয়র ডিরেক্টর মো. শরীফুল ইসলাম এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

রাজউক সূত্রে জানা গেছে, রাজউক তার আওতাধীন এলাকা সমূহ সুপরিকল্পিতভাবে জীব-বৈচিত্র্যে ভরা, বসবাসের উপযোগী, বিশ্বের অন্যতম নান্দনিক, গ্রিন সিটিতে রূপান্তর করার জন্য যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই সমঝোতা স্মারকের অধীনে রাজউক ও শক্তি ফাউন্ডেশন বাস্তুসংস্থান পুনর্বাসন প্রকল্পে সহযোগিতা করতে সম্মত হয়েছে।

রাজউক সূত্রে আরও জানা গেছে, এ কাজের জন্য শক্তি ফাউন্ডেশন প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ সরবরাহসহ বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে থাকবে। এ ছাড়া রোপিত বৃক্ষের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করবে। শক্তি ফাউন্ডেশন রাজউকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জলবায়ু পরিবর্তন এবং এর বিরূপ প্রভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য রাজউকের আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান, খেলার মাঠ, পার্ক, রাস্তার মিডিয়ান ও কিনারা, লেক পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করে পরিবেশ দূষণ রোধে কাজ করবে। যেকোনো বিরূপ এবং জরুরি পরিস্থিতিতে সরকারি বাহিনীর সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করাসহ যেকোনো ধরনের প্রতিবন্ধকতা প্রতিরোধে রাজউক শক্তি ফাউন্ডেশনকে সহযোগিতা করবে।

শক্তি ফাউন্ডেশন বাংলাদেশের প্রথম পর্যায়ের বৃহত্তম একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা হিসাবে উন্নত এবং নৈসর্গিক প্রকৃতিসম্পন্ন ভবিষ্যতের জন্য ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ নির্ধারণ এবং বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রায় সব জেলায় জলবায়ু পরিবর্তনে সংকট নিরসনের কার্যক্রম হিসাবে ইতিমধ্যে ঢাকা শহরে প্রায় ৪০ হাজার ও ঢাকার বাইরে ৩৭টি ডিসি অফিসে ৯ হাজার বৃক্ষরোপণ করেছে। এই সমঝোতা স্মারকের মেয়াদকাল ৫ বছর। ২০২৯ সালের ১৪ জুন শেষ হবে।

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

টেবিল টেনিসের ২ খেলোয়াড়ের পাশে নাভানা ফার্মা

গ্যাসের রান্নায় দুর্ঘটনারোধে ‘১৭ সেফটি স্ট্যান্ডার্ড’ প্রণয়ন করতে যাচ্ছে বিএসটিআই

ফুডি অ্যাপে মিলবে ডোমিনোজ পিৎজা

ক্লেমনের পরিবারে সংযোজিত হলো ‘ক্লেমন জিরো’

সেকশন