বিজ্ঞপ্তি
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যানসার নিয়ে ‘আন্ডারস্ট্যান্ডিং ব্রেস্ট ক্যানসার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটির (বিইউপিএস) উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. জাফর মো. মাসুদ। বিশেষ অতিথি ছিলেন জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির মার্কেটিং ম্যানেজার নাহিদ হাসান আব্বাস।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিইউপিএসের অ্যাডভাইজর ও ব্র্যাক ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. শাহানা শারমিনসহ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফার্মাসির প্রভাষক ও অধ্যাপকেরা।
সেমিনারের সূচনা বক্তব্যে অধ্যাপক ডা. জাফর মো. মাসুদ স্তন ক্যানসারের কারণ, নির্ণয়ের নানা ধাপ, চিকিৎসা পদ্ধতি, কোথায় এর চিকিৎসা দেওয়া হয় এবং এই ক্যানসার থেকে ফিরে আসা রোগীর বাস্তব ঘটনা তুলে ধরেন।
বিশেষ অতিথি নাহিদ হাসান আব্বাস জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্যানসারকেন্দ্রিক নতুন চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণার কথা উল্লেখ করেন এবং
ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটিকে এমন একটি সচেতনতামূলক সেমিনার আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
পরে বিইউপিএসের অ্যাডভাইজর ড. শাহানা শারমিন অতিথিদের চমৎকার তথ্যসমৃদ্ধ বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।