Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

ফেনী জেলা সমিতি চট্টগ্রামের অভিষেক ও মেধাবৃত্তি সম্পন্ন

বিজ্ঞপ্তি

ফেনী জেলা সমিতি চট্টগ্রামের অভিষেক ও মেধাবৃত্তি সম্পন্ন

ফেনী জেলা সমিতি চট্টগ্রামের অভিষেক ২০২২-২০২৪ ও মেধাবৃত্তি ২০২১-২০২২ সম্পন্ন হয়েছে। গত শনিবার বিকেল ৪টায় চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম সিআইপি। এতে প্রধান অতিথির বক্তব্য দেন এফবিসিসিআই এর নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপুলিশ কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, উপদেষ্টা মো. শফিকুল ইসলাম এফসিএমএ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষা সম্পাদক জিন্নাহ চৌধুরী ও অর্থ সম্পাদক মোহাম্মদ কামরুল মোর্শেদ তমাল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমিতির সহসভাপতি আব্দুল মন্নান মজুমদার, সহসভাপতি বেলায়েত হোসেন, সহসভাপতি মোহাম্মদ আবদুল হাই মাসুম, সহসভাপতি মোহাম্মদ রকিবুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মিলন, যুগ্ম সম্পাদক আব্দুল হক, নির্বাহী সদস্য আবু জাফর মো. ছালেহ অর্পণ।

বক্তব্যে অতিথিরা বলেন, মেধার পাশাপাশি নৈতিক শিক্ষায় সুশিক্ষিত হতে হবে ও সমাজের নিরীহ-পীড়িত মানুষের জন্য মানবিক আচরণের পাশাপাশি সুষমভাবে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে। তা ছাড়া মোবাইলসহ সকল প্রযুক্তি ব্যবহারে সচেতন হওয়ার জন্য শিক্ষার্থীদের সাবধান করা হয়। অভিভাবকদের তাঁদের সন্তানদের প্রতি নজর রাখার অনুরোধ জানানো হয়।

অনুষ্ঠানে অভিষিক্ত হন যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম সাইফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক এ কে এম জামাল উদ্দিন মোল্লা, দপ্তর সম্পাদক মো. আবু তালেম ভুইঁয়া, চিকিৎসা সেবা সম্পাদক নুরুল আবসার তৌহিদ, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. জাফর হায়দার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রফেসর এ কে এম সামছু উদ্দিন আজাদ, মহিলা বিষয়ক সম্পাদক কাজী সাবিরা সুলতানা, নির্বাহী সদস্য মো. আব্দুল গনি, মো. আলাউদ্দিন, মো. আমির হোসেন, মো. দাউদ আবদুল্লাহ আল হারুন (লিটন), মো. মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, প্রফেসর ড. মুহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ গোলাম ফারুক, শামীম আহমদ সিদ্দিকী, ইঞ্জিনিয়ার এ টি এম সেলিম রেজা, মোহাম্মদ জাফর আলম পাটোয়ারী।

এই আয়োজন এ ফেনী জেলার মেধাবৃত্তি ২০২১-২০২২ সালের এসএসসি, এইচএসসি আলীম এবং দাখিল জিপিএ ৫ প্রাপ্ত সকল ছাত্রছাত্রীর মধ্যে মেধাবৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে মেজবানির মাধ্যমে আপ্যায়ন করা হয়।

প্রবাসীদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সের বিশেষ আর্থিক সেবা ‘বীর’

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

প্রাভা হেলথের নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন মোহাম্মদ আব্দুল মতিন ইমন

ইউসিবির আর্থিক সাক্ষরতা দিবস-২০২৫ উদ্‌যাপন

ভিসা কার্ডে ভারতে ব্যয় কমেছে বাংলাদেশিদের, বেড়েছে থাইল্যান্ডে

এশিয়ার তিনটি নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করছে এমিরেটস

মাইন্ডশেয়ার পেল ‘অরিজিনাল মিডিয়া ইনোভেশন অব দ্য ইয়ার’ পুরস্কার

ঈদ ডাবল খুশি অফার সিজন-৩ নিয়ে যমুনা ইলেকট্রনিকসের ঈদ ক্যাম্পেইন শুরু

সোশ্যাল ইসলামী ব্যাংকের ‘যাকাত ও ক্যাশ ওয়াক্ফ ক্যাম্পেইন’ উদ্বোধন

জা এন জি ইন্টার ইউনিভার্সিটি ভিআর ক্রিকেট চ্যালেঞ্জের ফাইনাল অনুষ্ঠিত