শব্দদূষণ নিয়ন্ত্রণ সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে পরিবেশ অধিদপ্তর। আজ শনিবার রাজধানীর মিন্টু রোডে এই ক্যাম্পেইন হয়।
মিন্টু রোডে সচিবদের বসবাসের জন্য আবাসিক কোয়ার্টার সচিব নিবাস, ঢাকা জেলা প্রশাসকের বাসভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস থাকার পরও এই এলাকাকে হর্নমুক্ত করা যাচ্ছে না। যে যার মতো কারণে-অকারণে হর্ন বাজিয়ে চলেছেন। এই অবস্থায় পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’-এর আয়োজনে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সর্বস্তরের জনগণকে সচেতন করার লক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা। এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন যানবাহনে অযথা হর্ন না বাজানোর স্লোগানসংবলিত স্টিকার লাগানো হয় এবং পথচারী ও বাসচালকদের মধ্যে শব্দদূষণের বিভিন্ন তথ্যসংবলিত লিফলেট বিতরণ করা হয়।
নো হর্ন, শব্দদূষণ শ্রবণশক্তি নষ্ট করে, শব্দদূষণ বহুবিধ স্বাস্থ্যঝুঁকির কারণ ও আসুন, অযথা হর্ন না বাজাই—এ ধরনের স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন এবং ব্যানার নিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী ওই ক্যাম্পেইন করা হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে সারা দেশে এ ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন কার্যক্রম অব্যাহত আছে উল্লেখ করে আয়োজকদের পক্ষ থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।