অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরাতে ইয়ামাহার নতুন ৩ এস ডিলার ‘গ্রীন মোটরস্’ এর উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার এই শো-রুমটির উদ্বোধন করা হয়। ডিলার পয়েন্টটি উত্তরার ১২ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ১০ নম্বর হাউসে অবস্থিত। এখন থেকে গ্রাহকেরা এই শো-রুম থেকে বিক্রয় ও বিক্রয় পরবর্তী সেবার পাশাপাশি খুচরা যন্ত্রাংশ সেবাও নিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মোটরস্ এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, গ্রীন মোটরস্ এর স্বত্বাধিকারী এবং এসিআই মোটরস্ এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
উল্লেখ্য, এসিআই মোটরস্ বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মোটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারা দেশে ইয়ামাহার ৯০ টিরও বেশি ৩ এস ডিলার পয়েন্ট রয়েছে।