হোম > অর্থনীতি > করপোরেট

দেশে প্রথম ক্যাপের অ্যাক্রেডিটেশন পেল ল্যাবএইড

বিজ্ঞপ্তি

কলেজ অব আমেরিকান প্যাথলজিস্টের (ক্যাপ) অ্যাক্রেডিটেশন কমিটি ল্যাবএইড লিমিটেডের (ডায়াগনস্টিকস) ধানমন্ডি শাখাকে অ্যাক্রেডিটেশন দিয়েছে। ক্যাপের অ্যাক্রেডিটেশন কমিটি সম্প্রতি ল্যাবএইডের ধানমন্ডি শাখা পরিদর্শনের পর এ অ্যাক্রেডিটেশন দেয়। দেশে প্রথম ক্যাপের অ্যাক্রেডিটেশন পেল ল্যাবএইড। বিশ্বব্যাপী ৮,০০০ টিরও বেশি ক্যাপ অ্যাক্রেডিটেশন প্রাপ্ত ল্যাবরেটরিগুলোর মধ্যে একটি এখন ল্যাবএইড। 

ক্যাপ অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার আওতায় পরিদর্শকেরা ল্যাবরেটরির রেকর্ড এবং বিগত দুই বছরের ল্যাব পরীক্ষা পদ্ধতির যাবতীয় মান নিয়ন্ত্রণ পরীক্ষা-নিরীক্ষা করেন। এ ছাড়া পরিদর্শকেরা কর্মীদের যোগ্যতা, সরঞ্জাম, সুবিধা, নিরাপত্তা প্রোগ্রাম ও রেকর্ড এবং সামগ্রিক ব্যবস্থাপনা পরীক্ষা করেন। এর মাধ্যমে ক্যাপ নিশ্চিত হয়ে থাকে যে ল্যাবরেটরিতে রোগ নির্ণয়ের সকল ক্ষেত্রে সর্বোচ্চ মান রক্ষা করা হয়েছে। 

এই সাফল্য সম্প্রতি ল্যাবএইড গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. এ এম শামীম সবার কাছে চিকিৎসা ক্ষেত্রে ক্যাপ অ্যাক্রেডিটেশনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ল্যাবএইড গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা। 

উল্লেখ্য, প্যাথলজিস্টদের নিয়ে বিশ্বের সর্ববৃহৎ সংস্থা হলো কলেজ অব আমেরিকান প্যাথলজিস্ট। এই প্রতিষ্ঠান সারা বিশ্বের আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিগুলোকে পরিদর্শন সাপেক্ষে অ্যাক্রেডিটেশন দিয়ে থাকে। পাশাপাশি উৎকর্ষ ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও পরীক্ষা পরিচালনা করে থাকে। 

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

টেবিল টেনিসের ২ খেলোয়াড়ের পাশে নাভানা ফার্মা

গ্যাসের রান্নায় দুর্ঘটনারোধে ‘১৭ সেফটি স্ট্যান্ডার্ড’ প্রণয়ন করতে যাচ্ছে বিএসটিআই

ফুডি অ্যাপে মিলবে ডোমিনোজ পিৎজা

ক্লেমনের পরিবারে সংযোজিত হলো ‘ক্লেমন জিরো’

সেকশন