হোম > অর্থনীতি > করপোরেট

ব্র্যাক ব্যাংকের বিশেষ সুবিধা উপভোগ করবে ইন্টারক্লাউড

বিজ্ঞপ্তি

ব্র্যাক ব্যাংকের বিশেষ সুবিধা উপভোগ করবে ইন্টার ক্লাউড। ছবি: সংগৃহীত

ইন্টারক্লাউড লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে ইন্টারক্লাউডের কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।

এই চুক্তির অধীনে ইন্টারক্লাউডের কর্মকর্তারা স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন সুবিধা, ডিপিএস, এফডি এবং ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশনের আওতায় বিভিন্ন বিশেষ ব্যাংকিং সুবিধা পাবেন।

ব্র্যাক ব্যাংকের গুলশান প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম এবং ইন্টার ক্লাউডের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসিবুর রশিদ এই চুক্তিতে স্বাক্ষর করেন।

নভোকম এবং নভোটেল লিমিটেডের একটি অঙ্গপ্রতিষ্ঠান ইন্টার ক্লাউড লিমিটেড, একটি দেশব্যাপী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং আইপি টেলিফোন সার্ভিস প্রোভাইডার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইন্টার ক্লাউড লিমিটেডের পক্ষ থেকে নিজেদের দলসহ উপস্থিত ছিলেন হেড অব হিউম্যান রিসোর্সেস পল্লব কুমার ঘোষ এবং হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মো. সাখাওয়াত হোসেন।

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিজওনাল হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, তানভির রহমান, হেড অব ব্রাঞ্চ ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড রিজওনাল হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আলী তালুকদার; সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার এবং হেড অব প্রপোজিশন ফর এমপ্লয়ি ব্যাংকিং জেবুন নাহার এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের এআইইউবি পরিদর্শন

ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের পার্টনারস সামিট অনুষ্ঠিত

বিনোদনের ধারণা পাল্টে দিচ্ছে নিও কিউএলইডি টেলিভিশন

কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণের হার ৩.৬৮ শতাংশ

সাভারের হেমায়েতপুরে ইবিএল উপশাখা উদ্বোধন

অ্যাডেফি লিমিটেডের পাশে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল

আলোক হেলথ কেয়ারের পক্ষ থেকে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

সেকশন