বিজ্ঞপ্তি
মানবকল্যাণে আলোক হেলথকেয়ার আরও একধাপ এগিয়ে। গত শনিবার এই স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে স্নোটেক্স গ্রুপের করপোরেট অফিসে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ আয়োজন করা হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন স্নোটেক্স গ্রুপ ও আলোক হেলথকেয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্যাম্প পরিচালনা করেন মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ গোলাম সগির অপু।
সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় আলোক হেলথকেয়ারের পক্ষ থেকে স্নোটেক্স গ্রুপের করপোরেট অফিসে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এই ক্যাম্প শনিবার বিকেল ৪টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়। এ সময় মোট ৩০ জন রোগীকে সেবা দেওয়া হয়।