হোম > অর্থনীতি > করপোরেট

দুই ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার পেয়েছে ইস্পাহানি

বিজ্ঞপ্তি

প্রথমবারের মতো প্রবর্তিত জাতীয় চা পুরস্কারে দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ইস্পাহানি টি লিমিটেডের চা বাগান। বাংলাদেশের চা শিল্পে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘জাতীয় চা দিবস-২০২৩’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার পায় ইস্পাহানি। 

ইস্পাহানি টি লিমিটেডের পক্ষ থেকে ‘শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা-বাগান’ ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করেছেন ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি এবং ‘শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী’ ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করেন ইস্পাহানির প্রধান পরিচালন কর্মকর্তা-টি এস্টেট, গোলাম মোস্তফা ও ইস্পাহানির নেপচুন চা বাগানের চা শ্রমিক ‘উপলক্ষী ত্রিপুরা’। 

প্রথম বাঙালি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে অধিষ্ঠিত হন ১৯৫৭ সালের ৪ জুন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ২০২১ সাল থেকে বাংলাদেশ চা বোর্ড প্রতি বছর ৪ জুন জাতীয় চা দিবস হিসেবে উদ্‌যাপন করছে। তৃতীয় জাতীয় চা দিবস উপলক্ষে আজ রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ চা বোর্ড। 

দেশের চা-শিল্পের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো জাতীয় চা পুরস্কার দেওয়া হয় এবারের অনুষ্ঠানে। শ্রমিক কল্যাণের ভিত্তিতে সেরা চা-বাগান হিসেবে পুরস্কার জিতে নেয় ইস্পাহানির জেরিন চা বাগান। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির হাত থেকে ইস্পাহানির পক্ষে এই পুরস্কার নেন গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি। এ ছাড়াও সেরা চা-পাতা চয়নকারী ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেন ইস্পাহানির নেপচুন চা বাগানের চা শ্রমিক উপলক্ষী ত্রিপুরা। এই পুরস্কার নেন ইস্পাহানির প্রধান পরিচালন কর্মকর্তা-টি এস্টেট গোলাম মোস্তফা ও ইস্পাহানির নেপচুন চা বাগানের চা শ্রমিক উপলক্ষী ত্রিপুরা। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, এফ বি সি সি আই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

টেবিল টেনিসের ২ খেলোয়াড়ের পাশে নাভানা ফার্মা

গ্যাসের রান্নায় দুর্ঘটনারোধে ‘১৭ সেফটি স্ট্যান্ডার্ড’ প্রণয়ন করতে যাচ্ছে বিএসটিআই

ফুডি অ্যাপে মিলবে ডোমিনোজ পিৎজা

ক্লেমনের পরিবারে সংযোজিত হলো ‘ক্লেমন জিরো’

সেকশন