Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

এখন থেকে ‘মাই এমিরেটস পাস’ দিয়ে আকর্ষণীয় মূল্যছাড় পাবেন বছরজুড়ে

নিজস্ব প্রতিবেদক

এখন থেকে ‘মাই এমিরেটস পাস’ দিয়ে আকর্ষণীয় মূল্যছাড় পাবেন বছরজুড়ে
পাবেন গ্রীষ্ম ও শীতের মৌসুমি অফারসহ এই ক্যাম্পেইনে রয়েছে ৬০০-র বেশি অফার। ছবি: সংগৃহীত

এমিরেটস এয়ারলাইনসের যাত্রীরা এখন থেকে সারা বছর দুবাইয়ে ‘মাই এমিরেটস পাস’-এর অধীনে আকর্ষণীয় বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন। গ্রীষ্ম ও শীতের মৌসুমি অফারসহ এই ক্যাম্পেইনে রয়েছে ছয় শতাধিক অফার।

দুবাই বা ভায়া দুবাই ভ্রমণকারী যাত্রীরা বিভিন্ন খাবার ও শপিং আউটলেটে বিশেষ ডিসকাউন্ট পাবেন। এছাড়া অবকাশ যাপন ও বিলাসবহুল স্পা কেন্দ্রগুলোতেও বিশেষ মূল্যছাড় অফার করা হবে।

মাই এমিরেটস পাসের সুবিধা পেতে হলে যাত্রীদের বোর্ডিং পাস এবং একটি বৈধ পরিচয়পত্র দেখাতে হবে। অনলাইনে চেকইনকারীদের বোর্ডিং পাসটি ডাউনলোড করে দুবাইয়ে অবতরণের আগেই একটি স্ক্রিনশট রেখে দিতে হবে। কারণ পরবর্তীতে এটি আর পাওয়া যাবে না।

এমিরেটস এয়ারলাইন এরই মধ্যে বিশেষ গ্রীষ্মকালীন অফারগুলো ঘোষণা করেছে। এই অফার ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর কার্যকর থাকবে। এ সময় গ্রাহকেরা দুবাই সামার সারপ্রাইজের অবিশ্বাস্য অফারগুলো নেওয়ার সুযোগ পাবেন। ২৭ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই ‘সামার সারপ্রাইজ’ থাকবে। বিলাসবহুল কেনাকাটা, অতি আকর্ষণীয় বিনোদন ও ব্যতিক্রমী ডাইনিং অভিজ্ঞতার জন্য এই অফার বিশেষভাবে জনপ্রিয়।

বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস এয়ারলাইনস। যাত্রীরা ভায়া দুবাই ১৪০টির অধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ উপভোগ করছেন।

মোবাইল ব্যালেন্স দিয়ে হজ রোমিং প্যাক কেনার সুবিধা আনল গ্রামীণফোন

গ্রামীণফোনের ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত: ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারসহ অনার এক্স৮সি ফোনের প্রি-বুকিং শুরু

ব্র্যাক ব্যাংকে ২ হাজার কর্মীকে পদোন্নতি

বিদেশ ভ্রমণের সময় সর্বোচ্চ মোবাইল খরচ ৩০ হাজার টাকা

টেকসই সরকারি ক্রয় বিষয়ে ব্যাপক সচেতনতার দাবি

ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান রোমানা রউফ চৌধুরী পুনর্নির্বাচিত

সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে এমিরেটসের ‘ডোনেশন ম্যাচিং’ ক্যাম্পেইন

অসত্য তথ্যের বিরুদ্ধে অবস্থান এমজিআইয়ের

ঈদ কেনাকাটায় সারার র্যাফেল ড্র বিজয়ীদের নাম ঘোষণা