অনলাইন ডেস্ক
কারিগরি ত্রুটির কারণে সাময়িক বন্ধ রয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন। ফলে আজ রোববার সকাল থেকে ডিএসইতে লেনদেন বন্ধ রয়েছে।
ডিএসইর মুখপাত্র শফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ রয়েছে। বেলা ১১টা নাগাদ লেনদেন শুরু হতে পারে।
এর আগে গত সোমবার (২৪ অক্টোবর) কারিগরি ত্রুটির কারণে দুই ঘণ্টার বেশি লেনদেন বন্ধ ছিল ডিএসইতে। সেদিন সকাল ১০টা ৫৮ মিনিটে ডিএসইতে লেনদেন বন্ধ হয়ে যায়। ত্রুটি সারিয়ে ২টা ১০ মিনিটে আবার লেনদেন চালু হয়।