Ajker Patrika
হোম > অর্থনীতি > শেয়ারবাজার

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগে নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগে নতুন নির্দেশনা
ফাইল ছবি

পুঁজিবাজারে বিদেশিদের বিনিয়োগ-সংক্রান্ত নীতিমালায় পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে কোনো অনিবাসী বা বিদেশি নাগরিক কিংবা প্রতিষ্ঠানের ১০ লাখ টাকা মূল্যের বেশি বিনিয়োগ বাধ্যতামূলকভাবে ব্যাংকিং চ্যানেলে করতে হবে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এমনটি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পাশাপাশি কোনো দেশীয় কোম্পানির শেয়ার ইস্যুর ১৪ দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে। সেখানে শেয়ারহোল্ডারের নাম-ঠিকানা, শেয়ারের সংখ্যা, ইস্যুর তারিখ, প্রতি শেয়ারের অভিহিত মূল্য, শেয়ার প্রিমিয়াম, অনলাইনে ব্যবহৃত রিপোর্টিং আইডি, ইস্যু করা শেয়ারের মোট মূল্যমান, বৈদেশিক মুদ্রায় বিনিয়োগের পরিমাণ, বিনিয়োগ দেশে আনার তারিখ, বিনিয়োগকারীর দেশের নাম প্রতিবেদনে উল্লেখ করতে হবে। এ ছাড়া সুইফটের মাধ্যমে লেনদেনের জন্য উপযুক্ত হিসাব নম্বর, খুদে বার্তার মাধ্যম হিসাবে ই-মেইল, স্বাক্ষর প্রভৃতি উল্লেখ করতে হবে।

নির্দেশনায় বলা হয়, শেয়ার ইস্যুর আগেই বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে হবে। শেয়ারহোল্ডার এবং বিনিয়োগের উৎস ও দেশ উল্লেখ করতে হবে। দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের পাঠানো প্রতিবেদন বাংলাদেশ ব্যাংক যাচাই-বাছাই করে ১৪ দিনের মধ্যে নির্দেশনা দেবে।

রমজানে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময় কমল

তিন মার্চেন্ট ব্যাংকের কার্যক্রম পর্যালোচনার সিদ্ধান্ত

বেক্সিমকোসহ ৬ কোম্পানির তদন্ত প্রতিবেদন জমা, জানা গেল না কিছুই

মার্জিন রুলস ও মিউচুয়াল ফান্ড নীতি সংস্কারের সুপারিশ

ছয় মাসে ৬০% কোম্পানির মুনাফায় ধস

বিএসইসির শিবলী রুবাইয়াত গ্রেপ্তার

সিএসইতে লেনদেনের সময় পরিবর্তন, শেয়ারবাজারে কারসাজির আশঙ্কা

ভালো শেয়ার রইল পড়ে, মন্দের দাম শুধুই বাড়ে

অনিয়ম লালন করায় পুঁজিবাজারের বিকাশ হয়নি: ডিএসই চেয়ারম্যান

অদক্ষতায় বারবার যান্ত্রিক ত্রুটি, ক্ষতিগ্রস্ত পুঁজিবাজার