দুই ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে।
আজ সোমবার শুরু হওয়ার দেড় ঘণ্টার মাথায় ১০টা ৫৮ মিনিটে ডিএসইতে লেনদেন বন্ধ হয়ে যায়। ত্রুটি সারিয়ে ২টা ১০ মিনিটে আবার লেনদেন চালু হয়।
ডিএসইর ওয়েবাসাইটে এক ঘোষণায় বলা হয়, ত্রুটি সারিয়ে শিগগির পুনরায় লেনদেন চালু হয়েছে। আজ লেনদেনের সময় বাড়িয়ে আড়াইটা পর্যন্ত ডিএসই চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।
তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চালু ছিল।
ডিএসইর মুখপাত্র শফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ রয়েছে। কখন চালু হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
ব্রোকারেজ হাউজ সংলিষ্টরা বলছেন, ডিএসইর ‘সার্ভার ডাউন’ হওয়ায় লেনদেন বন্ধ হয়ে যায়।