নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সার্বিক দিক খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে সম্প্রতি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।
তদন্ত কমিটির সদস্যরা হলেন—বিএসইসির যুগ্ম পরিচালক মোহাম্মদ জহিরুল হক, সহকারী পরিচালক মাহমুদুর রহমান ও মো. মাহমুদুল হাসান।
কমিটিকে ৬০ দিনের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের বিষয়টি অলটেক্স ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালককেও অবহিত করা হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত বলেন, অলটেক্স ইন্ডাস্ট্রিজের সার্বিক পরিস্থিতি যাচাই করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কার্যক্রম সম্পন্ন করে কমিটি তাদের প্রতিবেদন বিএসইসিতে জমা দেবে। এটা কমিশনের রুটিন ওয়ার্ক।
বিএসইসি থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সার্বিক বিষয় তদন্ত করা প্রয়োজন বলে মনে করে বিএসইসি। তাই, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ধারা ২১ এর প্রদত্ত ক্ষমতাবলে কমিশন কোম্পানিটির সার্বিক বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
তথ্যমতে, তদন্ত কমিটি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্পদ, কারখানা এবং সরঞ্জাম, মজুত পণ্য এবং বিক্রীত পণ্যের খরচ এবং এর সত্যতা যাচাই করবে। কারখানা নির্মাণে পণ্যসামগ্রী কেনার জন্য অগ্রিম টাকা পরিশোধ করা এবং পণ্য বিক্রি করে যে আয় হয়েছে, তা যাচাই করবে। জমি ও কারখানার সরঞ্জামের পুনর্মূল্যায়ন সঠিকভাবে হয়েছে কি না এবং বিলম্বিত কর (ডেফার্ড ট্যাক্স) ইস্যুর সত্যতা যাচাই করবে।
এ ছাড়াও দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি ঋণ এবং তা পরিশোধের সক্ষমতা, সহযোগী কোম্পানির মধ্যে যেসব লেনদেন করা হয়েছে, সেগুলো যাচাই করবে। ভবিষ্যতে কোম্পানিটি ব্যবসায় টিকে থাকতে পারবে কি না এবং ব্যবসা পরিচালনায় সক্ষমতা সম্পর্কিত অন্য যে কোনো বিষয় যাচাই করবে তদন্ত কমিটি।
বিএসইসি থেকে একটি চিঠি পেয়েছেন জানিয়ে অলটেক্স ইন্ডাস্ট্রিজের কোম্পানি সচিব জিয়াউল হক বলেন, চিঠিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। যেহেতু, বিএসইসি তদন্ত কার্যক্রম পরিচালনা করছে, সেহেতু এ বিষয়ে বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না।
ইতিমধ্যে স্টক এক্সচেঞ্জকে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান কার্যালয় ও কারখানা সরেজমিন পরিদর্শনেরও নির্দেশ দিয়েছে বিএসইসি। গত ২৬ মার্চ বিএসইসি এ নির্দেশনা জারি করে। দীর্ঘ সময় ধরে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকা, বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়া এবং বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে না পারা দুর্বল এ কোম্পানির সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম যাচাই করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৪ সালের ৩০ জুনে শেষ হওয়া হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অলটেক্স ইন্ডাস্ট্রিজ শেয়ারহোল্ডারদের জন্য ‘নো ডিভিডেন্ড’ বা লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। বছরটিতে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক শূন্য ১ পয়সা। আগের বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৭০ পয়সা।