Ajker Patrika
হোম > অর্থনীতি > শেয়ারবাজার

আইপিও-সংক্রান্ত সুপারিশ দিল পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইপিও-সংক্রান্ত সুপারিশ দিল পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স

প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও-সংক্রান্ত খসড়া সুপারিশমালা প্রদান করেছে পুঁজিবাজারের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গঠিত সংস্কার টাস্কফোর্স। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে খসড়া নীতিমালা জমা দেন টাস্কফোর্সের সদস্যরা।

এ সময় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ উপস্থিত ছিলেন।

সুপারিশমালা হস্তান্তরের সময় টাস্কফোর্সের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে এ এম মাজেদুর রহমান, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোংয়ের জ্যেষ্ঠ অংশীদার এ এফ এম নেসার উদ্দীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন উপস্থিত ছিলেন। এ ছাড়া পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের ফোকাস গ্রুপের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে প্রথম দফায় মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড খাত সংস্কারের লক্ষ্যে খসড়া নীতিমালা প্রদান করেছিল টাস্কফোর্স।

এদিকে ২৭ মার্চ দুপুরে খসড়া সুপারিশের বিষয়ে সংবাদ সম্মেলন করবে বিএসইসি। সেখানে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের খসড়া সুপারিশের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

শেয়ার কারসাজি: বিকন ফার্মার এমডি এবাদুলের ৩ সহযোগীর বিও হিসাব স্থগিত

৫০ হাজার টাকা বিনিয়োগ ছাড়াই আইপিওতে আবেদনের সুপারিশ

শেয়ার কারসাজি: বিকন ফার্মার এমডি ও তাঁর পরিবারকে ৩.৮৫ কোটি টাকা জরিমানা

১০০০ কোটির বেশি ঋণ নেওয়া কোম্পানির শেয়ারবাজারে তালিকাভুক্তি বাধ্যতামূলক

বন্ড বাজারের উন্নয়নে ট্রাস্টিদের নিয়ে বিএসইসিতে সভা

পুঁজিবাজারে কর অব্যাহতি দিলেও কোনো ফল আসে না: এনবিআর চেয়ারম্যান

দাম কমলেই শেয়ার কেনেন মালিকেরা

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর, চেয়ারম্যান–কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ

ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজির দায়ে ৫৩ কোটি টাকা জরিমানা

রমজানে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময় কমল