হোম > অর্থনীতি > শেয়ারবাজার

বেক্সিমকো গ্রুপের ৩ প্রতিষ্ঠানে বিশেষ অডিটের উদ্যোগ, বিএসইসির সভায় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে গত পাঁচ বছরের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে বিশেষ অডিট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিএসইসির ৯৩৫ তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকের স্পেশাল অডিট সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, যিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টা হিসেবে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন, বর্তমানে কারাগারে রয়েছেন। সালমান এফ রহমানসহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে রপ্তানি বাণিজ্যের আড়ালে প্রায় ১ হাজার কোটি টাকা মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সিআইডি ১৭টি মামলা করেছে।

সিআইডির অনুসন্ধানে প্রাথমিকভাবে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে, ১৭টি প্রতিষ্ঠান একযোগে ৯৩টি এলসি/সেলস কন্ট্রাক্টের বিপরীতে পণ্য রপ্তানি করলেও রপ্তানিমূল্য বাংলাদেশে না এনে বিদেশে পাচার করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো হলো অ্যাডভেঞ্চার গার্মেন্টস, অ্যাপোলো অ্যাপারেলস, অটাম লুপ অ্যাপারেলস, বেক্সটেক্স গার্মেন্টস, কসমোপলিটন অ্যাপারেলস, কোজি অ্যাপারেলস, এসেস ফ্যাশন, ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস, কাঁচপুর অ্যাপারেলস, মিডওয়েস্ট গার্মেন্টস, পিয়ারলেস গার্মেন্টস, পিংক মেকার গার্মেন্টস, প্ল্যাটিনাম গার্মেন্টস, স্কাইনেট অ্যাপারেলস, স্প্রিংফুল অ্যাপারেলস, আরবান ফ্যাশনস ও উইন্টার স্প্রিন্ট গার্মেন্টস লিমিটেড।

ভালো শেয়ার রইল পড়ে, মন্দের দাম শুধুই বাড়ে

অনিয়ম লালন করায় পুঁজিবাজারের বিকাশ হয়নি: ডিএসই চেয়ারম্যান

অদক্ষতায় বারবার যান্ত্রিক ত্রুটি, ক্ষতিগ্রস্ত পুঁজিবাজার

সাত দিনে ২৭৯১ কোটি টাকার মূলধন যোগ হলো পুঁজিবাজারে

বেক্সিমকোর তিন প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ বিএসইসির

শেয়ারবাজারে মোবাইল অ্যাপে লেনদেন বেড়েছে ২৬ শতাংশ

বাধ্যতামূলক ছুটিতে পাঠানো ডিএসইর সিটিও জিয়াউলকে পুনর্বহালের উদ্যোগ

জমি ও ট্যাংকার কিনবে এমজেএল বিডি

ডিএসইর মৃত দুই পরিচালককে তলব বিএসইসির

শেয়ারবাজারে ড্রাগন সোয়েটারের দাপট, পাঁচ দিনে ৬৭ কোটি টাকা বাড়ল

সেকশন