হোম > অর্থনীতি > শেয়ারবাজার

পুঁজির নিরাপত্তা নিশ্চিত হলেই তোলা হবে ফ্লোর প্রাইস: বিএসইসি চেয়ারম্যান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজারের স্থিতিশীলতার মধ্য দিয়ে বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা নিশ্চিত হলেই শেয়ারের সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। 

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘যখনই আমরা দেখব বিনিয়োগকারীরা নিরাপদ, তাঁদের পুঁজি নিরাপদে আছে, তখনই ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হবে। আমরাও ফ্লোর প্রাইস তুলে দেওয়ার জন্য অধীর আগ্রহে আছি।’ আজ মঙ্গলবার ‘বাংলাদেশের পুঁজিবাজারের অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর পল্টনে নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর আয়োজন করে। 

ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধার সভাপতিত্বে সেমিনারে গেস্ট অব অনার হিসেবে যোগ দেন ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব নজিবুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ হাসান বাবু, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এসএস পারভেজ তমাল এবং অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডের (এএএমসিএমএফ) চেয়ারম্যান হাসান ইমাম। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইআরএফের সদস্য মোহাম্মদ মোফাজ্জল হোসেন। সঞ্চালনা করেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম। 

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘ট্রেজারি বন্ড বাজারে এসে একটি ইতিহাস করেছিল। এগুলো এফডিআর থেকেও নিরাপদ। সরকারি বন্ডগুলো আসার কারণে আমাদের মার্কেট সাইজ বড় হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এগুলোতে কেউ ট্রেড করছে না। মিউচুয়াল ফান্ডে এখন খুব ভালো করছে মার্কেটে। এ ছাড়া বর্তমান সময়ে বন্ড মার্কেট বাজারকে ভালোভাবে সাপোর্ট দিচ্ছে। বিনিয়োগ যাতে অনিরাপদ না হয় সে জন্য বন্ড মার্কেটকে আমরা আরও সিকিউরড করছি।’ 

তিনি বলেন, ‘আমাদের দেশে যে সমস্যাগুলো বেশি পোহাতে হয়েছে সেগুলো হলো ডলার সাপ্লাই, এলসি সমস্যার মতো বিপদে আমরা পড়েছি। তবে এখন আমাদের বিদেশে যেসব বিনিয়োগগুলো আটকে গেছে সেগুলো আসা শুরু করেছে। এর মধ্যে এনার্জি ক্রাইসিস একটা বড় সমস্যা, যা ছিল বিশ্বব্যাপী। এই সমস্যা থেকে উঠে আসতে পারলে বাজার গতি ফিরে পাবে।’ 

সিএমএসএফ চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘বর্তমান বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি অনুযায়ী শেয়ার বাজারকে আরও ভালো করতে হবে। ভারতের পার ক্যাপিটাল ইনকাম আর আমাদের ইনকাম একই। তবে প্রশ্ন থেকে যায় বাংলাদেশের বাজারের সাইজের চেয়ে ভারতের শেয়ারবাজারের সাইজ অনেক বড়। আমাদের দেশের প্রাইমারি মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি কম। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কম এবং ভালো কোম্পানিগুলো শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না। বিষয়গুলো বিবেচনা করে কাজ করা দরকার। তাহলে হয়তো বাজার গতি ফিরে পাবে।’ 

ডিএসই চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ হাসান বাবু বলেন, ‘আমাদের দেশের শেয়ারবাজারে তিনটি সংকট। তারল্য সংকট, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কম, বিনিয়োগকারীদের হতাশা। এগুলো কাটিয়ে উঠতে পারলে বাজার সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। বিএসইসি ইতিমধ্যে বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগকারী নিরাপত্তা ফান্ড চালু করেছে, যা তাদের জন্য সুফল বয়ে আনবে।’ 

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, ‘ব্যাংক হলো স্বল্পমেয়াদি বিনিয়োগের জায়গা। আর শেয়ার বাজার হলো দীর্ঘমেয়াদি বিনিয়োগের জায়গা। অথচ আমাদের দেশে ঘটছে তার উল্টোটা। এখানে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করছে ব্যাংক। আর স্বল্পমেয়াদি বিনিয়োগ করছে শেয়ারবাজার। এর একটা সমাধান দরকার, যাতে শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ আসে।’ 

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক নিয়ম করে দিয়েছে প্রবাসীরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারবে এক কোটি টাকা। এই টাকায় তিনি লাভ পাবেন সাড়ে ৩ শতাংশ। অথচ অন্য দেশে এটা গেইন করতে পারবে ৭ শতাংশ। তাহলে কেন তারা দেশে বিনিয়োগ করবে। এই বিষয়গুলো নিয়ে কাজ করা দরকার। 

সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, ‘একটি দেশের শক্তিশালী অর্থনীতি করতে শেয়ারবাজারের গুরুত্ব অপরিসীম। শেয়ারবাজার হলো ফান্ড সংগ্রহের অন্যতম মাধ্যম। আমাদের বাজারে ক্ষুদ্র উদ্যোক্তাকে ফোকাস করার জন্য এসএমই মার্কেটিং প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যা বর্তমান কমিশনের খুব ভালো একটা উদ্যোগ বলে মনে করছি।’ 

তিনি বলেন, ‘প্রযুক্তি উদ্ভাবন বর্তমান সময়ে নতুন মাত্রা যোগ করবে। আশা করছি, আমাদের শেয়ারবাজার এর যথাযথ ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে যেমন আমরা প্রযুক্তিনির্ভর হতে পারব, একইভাবে খরচও অনেক কমবে।’

পুঁজিবাজারে বিনিয়োগে হাজার কোটি টাকা ঋণ পেল আইসিবি, শেয়ার কেনা শুরু

কমোডিটি মার্কেটের উন্নয়নে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

বাজার মূলধন কমল প্রায় ৬ হাজার কোটি টাকা

এসিআইয়ের ৫ লাখ শেয়ার কিনবেন চেয়ারম্যান আনিস-উদ-দৌলা

কোম্পানি লোকসানে, তবু শেয়ারের লেনদেন

এক টাকার নিচের শেয়ার লেনদেনে নতুন নিয়ম

মিউচুয়াল ফান্ডের অনিয়মে ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৯ কোটি ২১ লাখ টাকা জরিমানা

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত আজীবন নিষিদ্ধ

থাকছে না ৫৬৯০ কোটির বাজার

উৎকণ্ঠায় শেয়ারে বিনিয়োগকারীরা