Ajker Patrika
হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

এক সপ্তাহে চীনে টেসলার রেকর্ড ২২ হাজার গাড়ি বিক্রি

অনলাইন ডেস্ক

এক সপ্তাহে চীনে টেসলার রেকর্ড ২২ হাজার গাড়ি বিক্রি
নভেম্বরে টেসলা চীনে ৭৩ হাজারেরও বেশি গাড়ি বিক্রি করেছে। ছবি: টেসলা

বৈশ্বিক বাণিজ্যে দীর্ঘদিন ধরেই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে লড়াই। এ লড়াই আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা বেড়েছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর। চীনের ওপর আরোপিত শুল্ক বাড়ানোসহ বিভিন্ন ব্যবসায়িক কঠোরতার হুঁশিয়ারি ইতিমধ্যেই ট্রাম্প দিয়েছেন। এই সম্পর্কের উষ্ণতায় যেন হাত গরম করে নিচ্ছেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক। ট্রাম্প দায়িত্ব পাওয়ার পর থেকে টেসলার শেয়ারের দাম বেড়ে গিয়েছে, বেড়েছে আয়ও। এবার জানা গেল, চলতি ডিসেম্বরের প্রথম সপ্তাহে চীনে ২১ হাজার ৯০০ ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছে টেসলা।

আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে চীনে টেসলার ইভি গাড়ির বিক্রি চতুর্থ প্রান্তিকের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক বিক্রি।

গত ত্রৈমাসিক প্রান্তিকে চীনে টেসলার আয় কমে গিয়েছিল। জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে প্রথমবারের মতো টেসলাকে পেছনে ফেলে চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। টেসলার চেয়ে তিন বিলিয়ন ডলার বেশি আয় করে বিওয়াইডি। তবে গাড়ি বিক্রিতে এগিয়ে ছিল টেসলা।

নভেম্বরে টেসলা চীনে ৭৩ হাজারেরও বেশি গাড়ি বিক্রি করে, যা এ বছরের মাসিক বিক্রির রেকর্ড। চলতি বছর চীনে সর্বাধিক বিক্রিত যাত্রীবাহী গাড়ি হিসেবে ৫ লাখ ৫৬ হাজারটি ইভি মডেল ওয়াই গাড়ি বিক্রি করেছে টেসলা।

চীনে প্রতিযোগিতায় টিকে থাকতে মডেল ওয়াই গাড়িতে বিশেষ ছাড় দিয়েছে টেসলা। এ ছাড়াও অন্যান্য সুবিধার দিয়ে বছর শেষে চীনা বাজারে বিক্রি বাড়াতে চায় টেসলা। কিছু অঞ্চলে বিক্রিতে মন্দা চললেও টেসলার বৈশ্বিক বিক্রি ঊর্ধ্বমুখী রয়েছে।

মডেল ওয়াই কেনায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে ১০ হাজার ইউয়ান অর্থাৎ ১ হাজার ৩৭৫ ডলার ছাড় দিয়েছে টেসলা। চলতি বছরের শেষে প্রতিযোগিতায় চীনা কোম্পানি বিওয়াইডির কাছে পিছিয়ে পড়ায় এই পদক্ষেপ নিলো কোম্পানিটি।

এর আগে বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, পেট্রোলচালিত গাড়ি ছেড়ে বৈদ্যুতিক বা হাইব্রিড গাড়ি কিনতে জনগণকে ভর্তুকি দিচ্ছে চীনা সরকার। যে কারণে চীনে এমন গাড়ির চলন বেড়েই চলেছে। সুইস প্রতিষ্ঠান ইউবিএসের গবেষণা পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চীনের ৬০ শতাংশ গাড়িই হবে বৈদ্যুতিক।

এআই নির্ভরতা বাড়াচ্ছে ডিবিএস ব্যাংক, চাকরি হারাবেন ৪০০০ কর্মী

যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ ও ২০ হাজার চাকরি দেবে অ্যাপল

বাণিজ্যযুদ্ধের শঙ্কায় ভারত ছাড়ছেন সতর্ক বিদেশি বিনিয়োগকারীরা

তীব্র রুপি-সংকটে পড়ে ১০ বিলিয়ন ডলার নিলামে তুলছে ভারত

কুকুর–বিড়াল পুষতে পকেট ফাঁকা, ৫০০ বিলিয়ন ডলার ছুঁতে যাচ্ছে বাজার

চীনে নিষিদ্ধ ক্যালভিন ক্লেইন ও টমি হিলফিগার, আতঙ্কে মার্কিন ব্যবসায়ীরা

বাসমতীর আন্তর্জাতিক স্বত্ব পাওয়ার দাবি পাকিস্তানের, উড়িয়ে দিল ভারত

চিপ শিল্পে আধিপত্য নিয়ে ট্রাম্পের ক্ষোভ, মান ভাঙাতে বিনিয়োগের প্রতিশ্রুতি তাইওয়ানের

রাশিয়া বাদ, যুক্তরাষ্ট্র হবে ভারতের শীর্ষ জ্বালানি সরবরাহকারী

সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ চায় ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা