হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

পশ্চিমবঙ্গের বিধাননগর মেলায় প্রথমবারের মতো নেই ঢাকাই শাড়ি

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গের বিধাননগর মেলার অন্যতম আকর্ষণ ঢাকাই ও জামদানি শাড়ি। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধাননগর মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) প্রতিবছর বড় করে বাণিজ্য মেলার আয়োজন করে। এই মেলায় অবধারিতভাবে বাংলাদেশি ব্যবসায়ীরা থাকেন। সেই বিধাননগর মেলা উৎসব গতকাল মঙ্গলবার সল্টলেক সেন্ট্রাল পার্ক ময়দানে শুরু হয়েছে। কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো অংশগ্রহণকারী নেই।

টাইমস অব ইন্ডিয়া গত সোমবার এক প্রতিবেদনে জানায়, শহরের বৃহত্তম এবং জনপ্রিয় মেলাগুলোর একটি বিধাননগর মেলা উৎসব। এ বছর বাংলাদেশি ব্যবসায়ীরা মেলায় থাকছেন না। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য প্রতিক্রিয়া এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মেলা কর্তৃপক্ষ।

মেলায় স্টল ও প্যাভিলিয়ন বুকিংয়ের দায়িত্বে থাকা একটি সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা বাংলাদেশি ব্যবসায়ীদের জমা দেওয়া অগ্রিম অর্থ ফেরত দিচ্ছেন এবং তাঁদের মেলায় না আসার জন্য অনুরোধ করেছেন।

তবে মেলা কমিটির সভাপতি ও বিএমসি মেয়র কৃষ্ণা চক্রবর্তী এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী ব্রাত্য বসু, সুজিত বসু, অরূপ বিশ্বাস এবং শোভন দেব চট্টোপাধ্যায়। তাঁদের সঙ্গে ছিলেন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও তৃণমূল নেতারা।

অন্যান্য দেশের মধ্যে আফগানিস্তানের স্টলগুলো আজ বুধবার থেকে খোলা হয়েছে। গত বছর পর্যন্ত অন্তত দুই থেকে তিনটি বাংলাদেশি ঢাকাই ও জামদানি শাড়ির স্টল এখানে বসত। বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এসব স্টল।

কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেছেন, তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ না করার বিষয়ে অবগত জানতেন না। তবে তিনি উল্লেখ করেছেন, মেলা কমিটি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে সেরা সিদ্ধান্তই নিয়েছে, যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়।

এ বছর বিধাননগর মেলা উৎসবে প্রায় ৫০০টি স্টল বসানো হচ্ছে। এর মধ্যে রয়েছে একটি ফুড কোর্ট এবং বিনোদনমূলক রাইড। মেলার অধিকাংশ স্টল প্রস্তুতির শেষ মুহূর্তে। মেলা চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত।

বিশ্ববাজারে বেড়েছে ডিজেলের দাম, রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার ফল

২২ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল মিয়ানমারের জাহাজ

বিদেশিদের বাড়ি কেনার সুযোগ দিয়ে বিপাকে স্পেন, আসছে শতভাগ কর

একের পর এক দুর্ঘটনায় দিশেহারা বোয়িংকে ছাড়িয়ে গেল এয়ারবাস

দেশের প্রথম ‘অনলাইন বাণিজ্য মেলা’ শুরু করল রকমারি

মূল্যস্ফীতি, সুদের হার ও শুল্ক—২০২৫ সালে তিন চ্যালেঞ্জের মুখে বিশ্ব অর্থনীতি

চীনে আটকে থাকা ১৭৫ কোটি ডলারের তেল পুনরুদ্ধারে চাপ দিচ্ছে ইরান

ভোগ্যপণ্য ব্যবসা থেকে সরে যাচ্ছে আদানি, নজর অবকাঠামো খাতে

চীনে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন গরুর মাংসের দাম, তদন্তে নেমেছে সরকার

বাসমতী চালের জিআই পেতে বেদ–পুরান দেখাচ্ছে ভারত, ইইউতে মুখোমুখি দিল্লি–ইসলামাবাদ

সেকশন