Ajker Patrika
হোম > অপরাধ

আদালতের আদেশ না মেনে জমি দখলের অভিযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

আদালতের আদেশ না মেনে জমি দখলের অভিযোগ

ডুমুরিয়ায় আদালতের আদেশ অমান্য করে রাতের আঁধারে ঘর বেঁধে জমি জবর দখলের অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার শোভনা ইউনিয়নের শিবপুর বাদুরগাছা এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাদুরগাছার মৎস্য ব্যবসায়ী রুহুল আমিন মোল্লা ২০১২ সালে একই এলাকার সামছুর রহমান হালদারের কাছ থেকে ২৪ শতাংশ জমি কবলা মূলে কিনে নেন। ওই জমিতে রুহুল মাছ ও ধান চাষ করছেন। এ অবস্থায় একই এলাকার আজিজুল হালদার, মোশারফ হালদার, মুছা হালদার, সাইফুল ইসলাম নামের প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্ন অজুহাতে ওই জমি জবর দখলের পায়তারা করেন। একপর্যায়ে সোমবার রাতে ওই জমিতে ঘর তুলে দখল করে নেওয়ার চেষ্টা করের প্রতিপক্ষের লোকজন।

ভুক্তভোগী রুহুল আমিন মোল্লা বলেন, ‘যখন ওই জমি দখলের পাঁয়তারা শুরু হয় তখন আমি খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের দ্বারস্থ হই। আদালত বিষয়টি আমলে নিয়ে ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু সে আদেশ অমান্য করে প্রতিপক্ষ রাতের আঁধারে ঘর তুলেছে।’

অভিযুক্তদের একজন আজিজুল হালদার বলেন, ‘জমিটি আমাদের, তাই দখল করেছি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য বলেন, ‘জমিটি রুহুল আমীন মোল্লার কিনে নেওয়া। দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।’

স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা, বুকে লেখা ‘সরি জান, আই লাভ ইউ’

উত্তরায় দম্পতিকে কুপিয়ে হত্যার চেষ্টা: আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্য রিমান্ডে

কল্পনা সুস্থ, হাসপাতালে দেখে এলেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ

হত্যাকাণ্ড যেসব শর্তে গণহত্যা হয়

মেঘনায় বালু তোলা নিয়ে গোলাগুলি, নিহত ২

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ