গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শতবর্ষের পুরোনো একটি রাস্তায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে দখল নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে চারটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটী গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটী বাজারের উত্তর পাশের আরিফের বাড়ি থেকে ইটের সলিং করা রাস্তা দিয়ে দুই শতাধিক লোক চলাফেরা করে। পারিবারিক বিরোধের কারণে জয়নাল, প্রবাসী আব্দুস সালামের স্ত্রী শিল্পী বেগম এবং আবদুল হকের স্ত্রী সুফিয়া তাঁদের বাড়ির পূর্ব পাশের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে রেখেছেন। ফলে এসব পরিবারের লোকজন প্রায় দুই মাস ধরে ওই রাস্তা দিয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী নূরুল ইসলাম ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন।
আব্দুল হকের স্ত্রী সুফিয়া বলেন, ‘আমরা কোনো রাস্তা দখল করি নাই। নূরুল ইসলাম আমাদের বাড়ির পশ্চিম পাশে চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে রেখেছেন। ফলে আমরা বের হতে পারছি না। তাঁরা রাস্তা থেকে বেড়া সরিয়ে নিলে আমরাও এই রাস্তা খুলে দেব।’
এ বিষয়ে স্থানীয় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোস্তফা কামাল মঞ্জু বলেন, ‘ওই রাস্তা খুলে দেওয়ার জন্য কয়েক দফা বৈঠক হয়েছে; কিন্তু দুপক্ষের অসহযোগিতার কারণে সমাধান করতে পারছি না।’
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গোলাম মোর্শেদ খান বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’