সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর জামিন স্থগিতাদেশ বহাল রাখা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে ১৮ সেপ্টেম্বর বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ছয় মাসের জামিন দেন বাবুকে। পরদিন জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তাতে ২০ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম জামিন স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।
গত বছরের ১৪ জুন রাতে জামালপুরের বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ওই ঘটনায় ১৭ জুন বকশীগঞ্জ থানায় মামলা করেন নিহতের স্ত্রী মনিরা বেগম। যাতে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।
আরও পড়ুন:
- সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু আ.লীগ থেকে বহিষ্কার
- ‘ইট দিয়ে নাদিমের বুকে ও মাথায় আঘাত করেন রিফাত’
- জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন
- সাংবাদিক নাদিম হত্যা: এসপির বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চাওয়ার আলটিমেটাম
- জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নিহতের ঘটনায় এমএসএফের উদ্বেগ ও নিন্দা
- সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবি সিইউজের
- জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নিহত
- সাংবাদিক নাদিম হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- সাংবাদিক নাদিম হত্যা: মামলার তিন আসামিকে কারাগারে প্রেরণ
- সাংবাদিক নাদিম হত্যা: বকশীগঞ্জের সাধুরপাড়ায় অসাধু বাবুর রাজত্ব