Ajker Patrika
হোম > অপরাধ

প্রতারণার ফাঁদে গরিবের ভাতা

সবুজ শর্মা শাকিল, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

প্রতারণার ফাঁদে গরিবের ভাতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তার নাম ভাঙিয়ে মোবাইল ফোন ব্যাংকিংয়ের মাধ্যমে আসা প্রতিবন্ধী ভাতা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। গত সোমবার থেকে শনিবার পর্যন্ত ছয় দিনে এ চক্রের খপ্পরে পড়ে প্রতিবন্ধী ভাতা খুইয়েছে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক পরিবার।

প্রতিবন্ধী ভাতার টাকা হারিয়ে একাধিক ভুক্তভোগী পরিবার প্রতিকার পেতে উপজেলা সমাজসেবা কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছে। ভাতাভোগীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম থানায় একটি লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ডে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ৩ হাজার ৬২৫ জন। তাঁদের প্রত্যেকে প্রতি মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার ৫৫০ টাকা ভাতা পান। প্রতি মাসের মতো গত সোমবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ মাসের ভাতা পান ভাতাভোগীরা। তবে মোবাইলে ভাতার টাকা জমা হওয়ার পরপরই প্রতারক চক্র নিজেদের সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তার মিথ্যা পরিচয়ে বিভ্রান্ত করে গোপন পিন কোড আদায় করছে। যেসব ভাতাভোগী প্রতারক চক্রের ফাঁদে পা দিয়েছেন, তাঁরা খুইয়েছেন তাঁদের মোবাইলে আসা ভাতার টাকা।

ভুক্তভোগীরা জানান, গত সোমবার তাঁদের মোবাইল ফোনে প্রতিবন্ধী ভাতার টাকা জমা হওয়ার পর সমাজসেবা অধিদপ্তর ও মোবাইল ব্যাংকিং কোম্পানির পরিচয়ে প্রতারক চক্রের সদস্যরা তাঁদের ফোন করতে শুরু করেন। প্রতারক চক্র তাঁদের মোবাইল ব্যাংকিংয়ের যান্ত্রিক ত্রুটির মিথ্যা গল্পের ফাঁদে ফেলে তাঁদের নিয়মকানুন অনুসরণ করতে বলেন। তাঁরা সরল বিশ্বাসে প্রতারক চক্রের নির্দেশনা মেনে বিভিন্ন তথ্য দেওয়ার সময় অজ্ঞতাবশত নিজেদের গোপন পিন কোড দিয়ে দেন। আর এই সুযোগে প্রতারক চক্র তাদের হিসাবে জমা হওয়া ভাতার টাকা তুলে নেয়।

প্রতারক চক্রের খপ্পরে পড়ে ভাতার টাকা হারানো কুমিরা ইউনিয়নের বাসিন্দা বুদ্ধিপ্রতিবন্ধী রাম দাসের বাবা রিকশাচালক সমীর দাস জানান, সোমবার বিকেলে তাঁর মোবাইল ফোনে এক ব্যক্তি ফোন করেন। তিনি নিজেকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে ভাতার বিষয়ে কথা বলেন। ওই ব্যক্তি মোবাইল ব্যাংকিংয়ে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে তাঁর বলা নিয়ম অনুসরণ করতে বলেন। কিন্তু শুরুতে সমীর দাস তা করতে অসম্মতি জানালেও পরে কর্মকর্তা পরিচয় দেওয়া প্রতারকের ধমকে গোপন পিন কোড বলে দেন। এর কিছুক্ষণের মধ্যেই প্রতারক চক্র তুলে নেয় তাঁর ভাতার টাকা।

রাম দাস আরও জানান, শুধু তিনি নন, এই প্রতারক চক্রের খপ্পরে পড়ে একইভাবে তাঁর এলাকার ১০ প্রতিবন্ধী পরিবার ভাতার টাকা খুইয়েছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম বলেন, ‘একটি প্রতারক চক্র মিথ্যা পরিচয়ে ভাতাভোগীদের বিভ্রান্ত করে তাঁদের ভাতার টাকা হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে একাধিক ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা প্রতারক চক্রের সঙ্গে জড়িতদের আটকে কাজ শুরু করেছি। নোয়াখালী, মাগুরা, গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে এ প্রতারক চক্রের অবস্থান রয়েছে বলে অনুসন্ধানে জানতে পেরেছি। তাঁদের আটকে চেষ্টা চলছে।’

স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা, বুকে লেখা ‘সরি জান, আই লাভ ইউ’

উত্তরায় দম্পতিকে কুপিয়ে হত্যার চেষ্টা: আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্য রিমান্ডে

কল্পনা সুস্থ, হাসপাতালে দেখে এলেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ

হত্যাকাণ্ড যেসব শর্তে গণহত্যা হয়

মেঘনায় বালু তোলা নিয়ে গোলাগুলি, নিহত ২

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ