ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরেকটি অভিযোগ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে নিহত মুন্সিগঞ্জের গজারিয়ার মেহেদীর বাবা ছানাউল্লাহ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ করেন।
এদিকে আজ ঢাকার আদালতে শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং তিনিসহ ১১ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করা হয়েছে। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এ নিয়ে হত্যার অভিযোগে চারটি ও অপহরণের অভিযোগে একটি মামলা করা হলো।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় করা অভিযোগে শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ৩(২) ও ৪(১), ৪(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তামিম গত বুধবার শেখ হাসিনাসহ কয়েকজন ও আওয়ামী লীগের বিরুদ্ধে একই রকম অভিযোগ করেন। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য এ ট্রাইব্যুনাল গঠিত হয় ২০১০ সালের ২৫ মার্চ।
আজকের অভিযোগে অন্য যাঁদের আসামি করা হয়েছে তাঁরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং আওয়ামী লীগ সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য। এ ছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুন অর রশীদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনগুলোকে আসামি করা হয়েছে।
আবেদনে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, ২০ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোডের হিরাঝিল এলাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্বিচার গুলিবর্ষণে মেহেদী মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপপরিচালক (প্রশাসন) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, তাঁরা দুটি অভিযোগই গ্রহণ করেছেন। দুটির তদন্তই একসঙ্গে হচ্ছে। তদন্ত শেষ হলে বিচারের জন্য ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে পাঠানো হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রসিকিউটর নিয়োগ হলে তাঁদের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হবে।
আইনজীবী গাজী এম এইচ তামিম গতকাল সাংবাদিকদের বলেন, এখন তদন্তকারী কর্মকর্তা চাইলে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে ইতিমধ্যে ৫৬টি মামলার রায় দেওয়া হয়েছে। ২৯টি বিচারাধীন এবং অনেকগুলো তদন্তাধীন। এই আইনের ৩(১) ধারায় বলা হয়েছে, ১৯৭৩ সালে এই আইন প্রণয়নের আগে এবং পরে সব অপরাধের বিচার করা সম্ভব এবং এই ট্রাইব্যুনালেই করা সম্ভব।
গাজী এম এইচ তামিম বলেন, সারা দেশে যাঁরা মারা গেছেন তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী-সমর্থক। তাঁদের টার্গেট করে মারা হয়েছে। এ জন্যই এটা গণহত্যা হবে।
শিশু ইমন হত্যা মামলা: রাজধানীর মোহাম্মদপুরে গত ১৯ জুলাই হেলিকপ্টার থেকে র্যাবের করা গুলিতে শিক্ষার্থী জোবায়েদ হোসেন ইমন (১২) হত্যার অভিযোগে গতকাল শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলা করেন ইমনের মামা আবু সাঈদ ভূঁইয়া। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করতে মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আনিসুল হক, তাজুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদ, মোহাম্মদ আলী আরাফাত, সালমান এফ রহমান, মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, র্যাবের সাবেক ডিজি হারুন অর রশীদ, হাবিবুর রহমান, খ. মাহিদ উদ্দিন, হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকার। অজ্ঞাতনামা র্যাব সদস্যদেরও আসামি করা হয়েছে।
অটোরিকশাচালক হত্যা মামলা: ৫ আগস্ট আগারগাঁওয়ের চৌরাস্তায় অটোরিকশাচালক শাহাবুদ্দিনকে হত্যার অভিযোগে গতকাল শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারহা দিবা ছন্দার আদালতে মামলা করেন মো. আবুল কামাল। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শেরেবাংলা নগর থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আনিসুল হক, সালমান এফ রহমান, হাছান মাহমুদ, মোহাম্মদ আলী আরাফাত, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ব্যারিস্টার হারুন-অর-রশীদ, হাবিবুর রহমান ও বিপ্লব কুমার সরকার। বাদীর আইনজীবী মো. লিটন মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।