সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় সাগর উপকূলে ভেসে আসা দুটি মহিষ লুকিয়ে রাখার দায়ে দুই ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার সোনাইছড়িতে এই অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন।
এ সময় মাবিয়া শিপইয়ার্ড নামক জাহাজভাঙা কারখানার ভেতর থেকে একটি মহিষ উদ্ধার করা হয় এবং তত্ত্বাবধায়ক আবু সালেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দায়ে শাহজাহান শিকদার নামের স্থানীয় এক বাসিন্দাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার মহিষ দুটি প্রকৃত মালিককে পেলে হস্তান্তর করা হবে।