পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার ও তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। ওই ঘটনার বিচার ও তদন্ত স্বচ্ছ হয়নি বলে দাবি করেছেন তিনি।
আজ শনিবার রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পিলখানার বিদ্রোহের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।
জিএম কাদের বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ হয়নি। বেশির ভাগ নিহতের পরিবার মনে করেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও তদন্তে স্বচ্ছতা নেই। এ নিয়ে পরিবারগুলোতে ক্ষোভ আছে। এ বিষয়ে সরকারকে নজর দেওয়া উচিত।’
বিডিআর বিদ্রোহের ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে জাপা চেয়ারম্যান এ সময় আরও বলেন, ‘এত বড় হত্যাকাণ্ড ঘটে গেল। কেউই কিছু জানতে পারল না। কেউ আঁচ করতে পারলে কেন ব্যবস্থা নেওয়া হলো না? আবার এমন ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়িত্বশীল যারা আঁচ করতে পারেনি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এমন অনেক প্রশ্নের উত্তর জাতি জানতে চায়।’