হোম > অপরাধ

স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তাঁর স্ত্রীকে বিয়ে

অনলাইন ডেস্ক

বিয়ে হয়েছে এক দশক আগে। সন্তানাদিও হয়েছে। কিন্তু হঠাৎ প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী। বহু দেন দরবার করেও স্ত্রীকে ফিরে পাননি। পরে প্রতিশোধ নিতে স্ত্রীর সেই প্রেমিকের স্ত্রীকেই বিয়ে করেছেন ফেলেছেন তিনি! 

অদ্ভুত এই ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের খাগারিয়া জেলায়। 

ভারতীয় সংবাদ মাধ্যম ইটিভি ভারতের প্রতিবেদন অনুযায়ী, রুবি দেবি এবং নীরাজের বিয়ে হয় ২০০৯ সালে। তাঁদের চারটি সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পরই নীরাজ টের পান, মুকেশ নামে এক লোকের সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভুত সম্পর্ক রয়েছে। 

 ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুবি ও মুকেশ পালিয়ে বিয়ে করেন। এটি জানার পর মুকেশের বিরুদ্ধে অপহরণের মামলা করেন নীরাজ। 

পুলিশের কাছে দেওয়া অভিযোগে নীরাজ বলেন, বিষয়টি সুরাহা করার জন্য গ্রাম পঞ্চায়েত সালিস করেছিল। কিন্তু মুকেশ কোনো কথা শুনতে রাজি না। পঞ্চায়েতের সিদ্ধান্তের পর থেকে মুকেশ পালিয়ে বেড়াচ্ছেন। 

এদিকে মুকেশ বিবাহিত, তাঁর দুটি সন্তানও রয়েছে। কাকতালীয়ভাবে তাঁর স্ত্রীর নামও রুবি। উপায়ান্তর না পেয়ে মুকেশের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তাঁরই স্ত্রীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন নীরাজ। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁরা বিয়ে করেছেন। 

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মজা করতে ছাড়ছেন না নেটিজেনরা। একজন লিখেছেন, ‘মুকেশের স্ত্রীকে বিয়ে করার জন্যই এসব ঘটিয়েছেন রুবি দেবির স্বামী!’ আরেকজন লিখেছেন, ‘বিবাহিত মানুষেরা একজন আরেকজনের সঙ্গে পালিয়ে যাচ্ছে। আর এদিকে আমি এখনো সিঙ্গেল!’ 

আরেকজন রসিক নেটিজেন মন্তব্য করেছেন, ‘তাঁদের সন্তানেরা তো বিভ্রান্তিতে পড়ে যাবে!’ 

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ

শ্রীপুরে গৃহবধূকে গলাকেটে হত্যা, রক্তমাখা দা উদ্ধার

মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে প্রাণ গেল প্রবাসফেরত যুবকের

বিশেষ অভিযান জোরদারের নির্দেশ আইজিপির

মিরপুর ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রী খুন

ধানখেতে পড়ে ছিল তরুণের লাশ, পাশে রক্তমাখা টি-শার্ট

সেকশন