হোম > অপরাধ

চেয়ারম্যানের নির্দেশে রাস্তার ইট তুলে বাড়িতে ব্যবহার

পিরোজপুর প্রতিনিধি

নতুন করে রাস্তায় ইটের কাজ হচ্ছে, তাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ করিম ইমন তালুকদারের নির্দেশে পুরোনো ইট তুলে বাড়িতে ব্যবহার করেছেন ইন্দুরকানী উপজেলা মৎস্য সমিতির সভাপতি দেলোয়ার হোসেন। পিরোজপুরের ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া গ্রামের মোল্লাবাড়ির সামনের ৮০০ ফুট রাস্তার প্রায় ১০০ ফুটের ইট উঠিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ইট তুলে নেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে জানা গেছে, ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া গ্রামের সাবেক ইউপি সদস্য হান্নানের বাড়ি থেকে দেলোয়ার হোসেনের বাড়ি পর্যন্ত এই রাস্তা তিন মাস আগে স্থানীয় সরকার বিভাগের এলজিএসপির অর্থায়নে ৮০০ ফুট ইট সলিং কাজ করা হয়। এদিকে স্থানীয় মৎস্য সমিতির মাধ্যমে ইটের রাস্তা হবে এমন খবর পেয়ে রাস্তার পুরোনো ইট তুলে বাড়িতে নেন কালাইয়া গ্রামের মৎস্য প্রকল্প কমিটির সভাপতি দেলোয়ার হোসেন।

দেলোয়ার হোসেন বলেন, ‘আমি চেয়ারম্যান ইমনের কথায় ১০০ ফুট ইট তুলে নিয়ে বাড়িতে রেখেছি।’

ইউপি চেয়ারম্যান মাসুদ করিম ইমন তালুকদার বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমি কাউকে ইট উঠিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিইনি।’

তদন্তকারী কর্মকর্তা চন্দন রায় বলেন, চেয়ারম্যানের নির্দেশে স্থানীয় দেলোয়ার নামের এক ব্যক্তি ইট তুলে নিয়েছেন। বিষয়টি স্বীকার করেছেন তিনি।

ইউএনও লুৎফুন্নেচ্ছা খানম বলেন, এ বিষয়ে তদন্ত রিপোর্ট পেয়েছি। এটি চেয়ারম্যানের মাধ্যমে হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ

শ্রীপুরে গৃহবধূকে গলাকেটে হত্যা, রক্তমাখা দা উদ্ধার

মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে প্রাণ গেল প্রবাসফেরত যুবকের

বিশেষ অভিযান জোরদারের নির্দেশ আইজিপির

মিরপুর ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রী খুন

ধানখেতে পড়ে ছিল তরুণের লাশ, পাশে রক্তমাখা টি-শার্ট

সেকশন