হোম > অপরাধ

শিক্ষককে বিবস্ত্র করে ছবি তুলে টাকা দাবি

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বাসায় ডেকে বিবস্ত্র করে আপত্তিকর ছবি তুলে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ সময় অভিযুক্তরা ছয়টি ফাঁকা স্ট্যাম্পে ওই শিক্ষকের স্বাক্ষর রেখে পাঁচ লাখ টাকা দাবি করে ছেড়ে দেয়। এ ঘটনার বিচার চেয়ে ওই শিক্ষক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন।

গত ১৭ জানুয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল বিষয়টি মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করে ওই চক্রের সদস্যদের শাস্তির দাবি জানিয়েছেন।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কবিরাজবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতীন্দ্র নাথ ঢালীর লিখিত অভিযোগ থেকে জানা গেছে, সম্প্রতি চিতলমারীর রত্নাপুর এলাকার রাজু শেখ ও তাঁর স্ত্রী বিলকিস বেগমের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে তাঁর পরিচয় হয়। অভিযুক্তরা গত ১১ জানুয়ারি বাড়ি ডেকে নিয়ে আরও ছয়জন মিলে তাঁকে জিম্মি করে। এ সময় তাঁর কাছে থাকা টাকা, মোবাইল সেট ও চাবি ছিনিয়ে নেন। পরে তাঁকে বিবস্ত্র করে ছবি তোলে এবং ছয়টি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে পাঁচ লাখ টাকা দাবি করে ছেড়ে দেন।

ভুক্তভোগী সতীন্দ্র নাথ ঢালী বলেন, এ ঘটনায় তিনি ভীত হয়ে পড়েছেন। তিনি এখনো তাঁর মোবাইল ফোন ও চাবি ফেরত পাওয়ার আশায় আছেন।

অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান বলেন, ‘ওই চক্রটি এ ধরনের কাজ করেই চলছে। এখনই ওদের দমন করা উচিত। না হলে সামনে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।’

চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল বলেন, এটি একটি সংঘ বদ্ধ চক্রের দ্বারা সংঘটিত হয়েছে। বিষয়গুলি তদন্ত করে আইনগত শাস্তির আওতায় আনা উচিত। এর সঙ্গে এলাকার সম্মান জড়িত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা বলেন, ওই প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে বিষটির ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ওই প্রধান শিক্ষককে মামলা করার জন্য বারবার বলেছেন। কিন্তু তিনি তা করছেন না। তবে, ওই চক্রটিকে ধরতে পুলিশ তৎপর রয়েছে। অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছেন।

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ

শ্রীপুরে গৃহবধূকে গলাকেটে হত্যা, রক্তমাখা দা উদ্ধার

মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে প্রাণ গেল প্রবাসফেরত যুবকের

বিশেষ অভিযান জোরদারের নির্দেশ আইজিপির

মিরপুর ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রী খুন

ধানখেতে পড়ে ছিল তরুণের লাশ, পাশে রক্তমাখা টি-শার্ট

সেকশন