Ajker Patrika
হোম > অপরাধ

স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যের বিদ্যুৎ চুরি

ফরিদপুর সংবাদদাতা

স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যের বিদ্যুৎ চুরি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদহাট বাজার উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য হাফিজুর রহমানের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, তিনি দীর্ঘদিন বিদ্যালয় থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে নিজ বাসাবাড়িতে ব্যবহার করেছেন। 
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের উত্তর পাশের দুটি ভবনের মধ্যে সংযুক্ত বৈদ্যুতিক তার কেটে অভিনব কায়দায় নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন হাফিজুর রহমান।

চাঁদহাট বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘আমাদের বিদ্যালয় থেকে এভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে, বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আরেক সদস্য ইমারত হোসেন দুলাল বলেন, ‘কাউকে না জানিয়ে হাফিজুর ছয় মাস ধরে স্কুলের বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহার করে আসছেন। বিষয়টি আমি সম্প্রতি জানতে পেরেছি।’

অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার বিষয়টি স্বীকার করে হাফিজুর বলেন, ‘দুই মাস আগে আমার ভাতিজারা বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলার জন্য স্কুল থেকে লাইন নিয়েছিল। তা এখন আর আমি চালাই না।’

ব্যবস্থাপনা কমিটির সভাপতি আরিফুর রহমান পথিক তালুকদার বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে বিদ্যালয়ের উন্নয়নকাজে লাইন নিলে কোনো সমস্যা নেই। বাড়িতে লাইন নেওয়া হলে কাজটি ঠিক হয়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ 

স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা, বুকে লেখা ‘সরি জান, আই লাভ ইউ’

উত্তরায় দম্পতিকে কুপিয়ে হত্যার চেষ্টা: আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্য রিমান্ডে

কল্পনা সুস্থ, হাসপাতালে দেখে এলেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ

হত্যাকাণ্ড যেসব শর্তে গণহত্যা হয়

মেঘনায় বালু তোলা নিয়ে গোলাগুলি, নিহত ২

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ