Ajker Patrika
হোম > অপরাধ

গরু চুরি ঠেকাতে ৩৪ কমিটি কেন্দুয়ায়

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

গরু চুরি ঠেকাতে ৩৪ কমিটি কেন্দুয়ায়

নেত্রকোনার কেন্দুয়ায় গরু চুরি ঠেকাতে কমিটি গঠন করা হয়েছে। উপজেলার সিংহেরগাঁও গ্রামে এক রাতে কৃষকের বাড়ি থেকে ছয়টি গরু চুরির ঘটনার পর চোর ঠেকাতে তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন।  উপজেলায় গঠন করা হয় ৩৪টি কমিটি। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন গত মঙ্গলবার এ তথ্য জানান।

জানা গেছে, বোরো মৌসুমের শুরুতে কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বেড়েছে। চোরেরা রাতের বেলায় গোয়ালঘরের তালা ভেঙে কৃষকের গরু চুরি করে নিয়ে যাচ্ছে। এতে বিপাকে পড়েন কৃষকেরা।

গত রোববার রাতেও উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামে এক বাড়ি থেকে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। ওই রাতে চোরেরা লুৎফুর রহমানদের বাড়ি থেকে গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গাভিসহ ছয়টি গরু নিয়ে গেছে। চুরি হওয়া ওই গরুগুলোর দাম প্রায় চার লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত মালিক জানিয়েছেন। এ ছাড়া সম্প্রতি উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডাসহ বিভিন্ন গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে।

জানতে চাইলে ভুক্তভোগী লুৎফুর রহমান জানান, ‘গোয়ালঘরের তালা ভেঙে চোরেরা আমাদের আটটি গরুর মধ্যে ছয়টি গরুই নিয়ে গেছে। এর মধ্যে তিনটি গাভি ছিল।’

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন বলেন, গরু চুরি রোধে পুলিশ তৎপর রয়েছে। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে রাতের বেলায় পাহারার জন্য বিটভিত্তিক পুলিশ ও গ্রাম পুলিশের সমন্বয়ে ইতিমধ্যে ৩৪টি কমিটিও গঠন করা হয়েছে। 

স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা, বুকে লেখা ‘সরি জান, আই লাভ ইউ’

উত্তরায় দম্পতিকে কুপিয়ে হত্যার চেষ্টা: আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্য রিমান্ডে

কল্পনা সুস্থ, হাসপাতালে দেখে এলেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ

হত্যাকাণ্ড যেসব শর্তে গণহত্যা হয়

মেঘনায় বালু তোলা নিয়ে গোলাগুলি, নিহত ২

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ